ঘর পাওয়া যাবেনা! এই ভুল করলেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bangla Awas Yojana Survey 2024: পশ্চিমবঙ্গের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য সুখবর। বহু প্রতীক্ষিত বাংলা আবাস যোজনা সমীক্ষা ২০২৪ ইতিমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এই সমীক্ষার মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তদের সঠিকভাবে নির্বাচন করা এবং তাদের ঘর নির্মাণের জন্য ১,২০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা।

এই সার্ভেতে সরকারি লোকজন বাড়ি বাড়ি গিয়ে কিছু প্রশ্ন করবে, এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে হবে, নাহলে ঘর পাওয়া যাবেনা। দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর এই সমীক্ষা আবার শুরু হল। শেষবার এই সমীক্ষার আয়োজন করা হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। 

বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও নিম্নবিত্ত পরিবারের উপভোক্তারা বাড়ি নির্মাণের সুবিধা পান। এবার এই প্রকল্পের সমীক্ষা সম্পূর্ণ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালিত হবে এবং উপভোক্তাদের সমীক্ষার সময় ১১ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হল। 

সমীক্ষার ধাপসমূহ 

বাংলা আবাস যোজনা ২০২৪ সমীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হবে। এই ধাপগুলি অনুসরণ করে উপভোক্তরা এই প্রকল্পের তালিকাভুক্ত হবেন-  

প্রথম ধাপ- ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দ্বিতীয় ধাপ- এই ধাপে ১৪ নভেম্বরের মধ্যে জেলা স্তরে যাচাই সম্পন্ন হবে।  

তৃতীয় ধাপ- ২০ নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং গ্রামসভা ও ব্লক অনুমোদন শেষে ১৩ই ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 

যাচাই প্রক্রিয়া

সোমবার থেকে শুরু হওয়া বাংলা আবাস যোজনা ২০২৪-এর সমীক্ষায় ইতিমধ্যে ২ লক্ষ বাড়ি যাচাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বাড়িকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, অর্থাৎ প্রথম দিনে ২ লক্ষ পরিবারের মধ্যে প্রায় ৪০ হাজারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই নাম গুলো কেন বাদ পড়েছে তার পিছনে কিছু কারণ রয়েছে। সেই কারণগুলি নিচে আলোচনা করা হল। 

এই প্রশ্নগুলির ভুল উত্তর দিলে হবেনা

এই প্রকল্পের আয়তায় আসতে গেলে সরকারি কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের সময় আবেদনকারীকে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলির উত্তর ভুলভাল দিলেই বাংলা আবাস যোজনার ঘর পাওয়া যাবেনা, প্রশ্নগুলি হল- 

  • পরিবারের কোনো অকৃষি প্রতিষ্ঠান আছে কিনা,
  • পরিবারের কোনো সদস্যের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি কিনা,
  • পরিবার আয়কর প্রদান করেন কিনা,
  • পূর্বে কোন আবাসন প্রকল্পে অংশগ্রহণ করা হয়েছে কিনা,
  • পরিবারের কোনো পাকা বাড়ি আছে কিনা,
  • পরিবারের কোনো সদস্য সরকারি কর্মচারী কিনা,
  • সেচযুক্ত ২.৫ একরের বেশি জমি আছে কিনা,
  • সেচবিহীন ৫ একর বা তার বেশি জমি আছে কিনা,
  • পরিবারের কোনো মোটর চালিত গাড়ি আছে কিনা, যা কৃষিকাজে ব্যবহৃত হয়,
  • পরিবারের তিন চাকা বা চার চাকার গাড়ি আছে কিনা,
  • পরিবারের কোনো সদস্যের আয় ১৫ হাজার টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা। 

মুচলেকা ফর্মের শর্তাবলী 

এই প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাকে একটি মুচলেকা ফরম পূরণ করতে হবে, যেখানে তিনি নিম্নলিখিত কথাগুলি প্রতিশ্রুতি দেবেন-

  • প্রাপ্ত অর্থ শুধুমাত্র ঘর নির্মাণে ব্যবহার করা হবে,
  • নির্ধারিত সময়ের মধ্যে ঘর নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, 
  • অনুমোদিত স্থানেই ঘর নির্মাণ করা হবে,
  • আধার কার্ড দিয়ে বারোমেট্রিক বা ওটিপি-এর মাধ্যমে প্রমাণিকরণ করতে হবে, 
  • পূর্বে কোন সরকারি প্রকল্প থেকে ঘর পাওয়া হয়নি। 

বাংলা আবাস যোজনা ২০২৪ লিস্ট কিভাবে দেখবেন? 

যারা বাংলা আবাস যোজনা ২০২৪-এর তালিকায় নিজেদের নাম দেখতে চান তাদেরকে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে- 

  • সর্বপ্রথম বাংলা আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।  
  • তারপর রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে হবে।
  • এরপর আর্থিক বর্ষ ২০২২-২৩ নির্বাচন করতে হবে। 
  • এরপর “প্রধানমন্ত্রী আবাস যোজনা” নির্বাচন করতে হবে। 
  • এরপর ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই আপনার নাম লিস্টে দেখা যাবে।  
  • প্রয়োজনে এই তালিকার পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। 

লিস্টে কারা অন্তর্ভুক্ত হবেন? 

এই লিস্টে সেই সমস্ত প্রার্থীরা অন্তর্ভুক্ত হবেন যারা-  

  • যাদের নাম PWL তালিকায় রয়েছে,  
  • যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করেছিলেন,  
  • যে সমস্ত পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

রাজ্যের উদ্যোগ

পঞ্চায়েত মন্ত্রীর মতে কেন্দ্রের থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের প্রান্তিক মানুষের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তার মূল লক্ষ্য হল প্রকৃত উপভোক্তারা যেন এই সহায়তা পান। তবে বিগত কয়েক বছরে অনেকেই আর্থিক উন্নতির ফলে নিজের পাকা বাড়ি তৈরি করেছেন, তাই তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

পূর্বের যাচাই ও বর্তমান পরিবর্তন

২০২২ সালের ডিসেম্বরে যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেখানে ১১ লক্ষ দরিদ্র মানুষ বাড়ি তৈরির জন্য চিহ্নিত হয়েছিল। তবে দুই বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে-

  • অনেকেই ইতিমধ্যে নিজের উদ্যোগে বাড়ি তৈরি করে নিয়েছেন। 
  • অনেকে আবার স্থান পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন।

প্রয়োজনীয় কাগজপত্র

এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপভোক্তাকে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।

বাংলা আবাস যোজনা ২০২৪ লিস্ট- Click Here

Leave a Comment