৭০ বছর বয়স হলে আর চিন্তা নেই, সরাসরি সুবিধা দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকার বিরাট সিদ্ধান্ত নিয়েছে। ৭০ বছরের বেশি বয়সী সমস্ত ব্যক্তিরা এবার থেকে বড়সড় সুবিধা পাবেন। অসুস্থ হলেই ফিরে তাকাবে কেন্দ্র। স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত-এর আওতায় আসবেন সকলেই।

অর্থাৎ এখন থেকেই ৭০ বছর বা তার বেশি বয়সী সকল ব্যক্তিকেই, তাঁদের আর্থিক অবস্থা নির্বিশেষে, আয়ুষ্মান যোজনার আওতায় আনা হবে।

5 লক্ষ টাকার অতিরিক্ত কভারেজ

মন্ত্রিসভা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (AB PM-JAY) অধীনে ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য কভারেজ অনুমোদন করেছে।

আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বয়স্ক ব্যক্তিরা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। যদি কোনও পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান-এ অন্তর্ভুক্ত থাকে। পরিবারটির সদস্যের বয়স 70 বছরের বেশি হয়, তাহলেই 5 লক্ষ টাকার অতিরিক্ত কভারেজ নির্ঘাত পাওয়া যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এই 4.5 কোটি পরিবার থেকে 6 কোটি প্রবীণ নাগরিককে, পাঁচ লাখ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারের সুবিধা দেওয়াই হল এই কভারেজের লক্ষ্য। সরকার বলেছে যে প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীদের একটি নতুন আলাদা কার্ডও দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগে থেকে কোনও বেসরকারি সহায়তা নিলে কী করবেন?

এটা স্পষ্ট করা হয়েছে যে 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা যারা বেসরকারী স্বাস্থ্য বীমা পলিসি বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিমের সুবিধা নেন, তাঁরা AB PM-JAY-এর অধীনে সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

মনে রাখবেন, AB PM-JAY হল বিশ্বের বৃহত্তম সর্বজনীন স্বাস্থ্য নিশ্চয়তা প্রকল্প, যা 12.34 কোটি পরিবারের 55 কোটি লোককে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার প্রদান করে।

আরও পড়ুন: প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেবে সরকার, কী কী কাগজ লাগবে জানুন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 সেপ্টেম্বর, 2018-এ আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধন করেছিলেন। নিজেই এর নামকরণ করেছিলেন। প্রকল্পের ট্যাগলাইন হল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। গত পাঁচ বছরে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে সারা দেশে 1.6 লক্ষেরও বেশি স্বাস্থ্য কেন্দ্র খুলেছে।

Leave a Comment