ভোট প্রক্রিয়া মিটলেই এক দুর্দান্ত সুখবর পাবে বাংলার মানুষ। তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। নবান্ন নিজেদের মতো করে পোর্টাল তৈরি করছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া মিটে গেলেই আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। তার জন্যেই এই পোর্টাল তৈরি করা হচ্ছে। রাজ্য এই বিষয়ে আর কেন্দ্রের জন্য অপেক্ষা করে থাকতে চায়না।
ঘটনা হল, সরকারি প্রকল্পের টাকার হিসাব নিয়ে কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের টানাপোড়েন চলছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ। ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই অনুদান পাঠানো বন্ধ রেখেছে। ফলে গরিব পরিবারের সদস্যরা কাজ করেও সরকারের থেকে টাকা পাচ্ছে না।
রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে গত ১ মার্চ বাংলার গরিবদের ১০০ দিনের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে। তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার প্রায় ১১ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার নিজে থেকে দেবে।
আরো পড়ুন: এতদিন সপ্তাহে ৬ দিন খোলা থাকত, এবার মাত্র এই কদিন খোলা থাকবে ব্যাংক
১০০ দিনের কাজের মতই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের বাড়ি করে দেওয়ার প্রকল্পের অর্থ’ও ব্যাপকভাবে নয়ছয় হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমজনতার ক্ষোভও দেখা গিয়েছে।
বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যে বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল। তারপর থেকেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দিচ্ছে না বলে রাজ্য সরকারের অভিযোগ করে আসছিল।
তবে কেন্দ্রের টাকার জন্য আর অপেক্ষা না করে থাকার সিদ্ধান্ত আগেই ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ঘর নিয়ে বিকল্প পথের সন্ধান দেন। মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন ১ মে থেকে আবাস যোজনার উপভোক্তাদের বকেয়া টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়া শুরু করবেন কিন্তু ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি হয়ে যাওয়ায় সেই কাজ থমকে যায়।
আরো পড়ুন: ১ মাস পর বন্ধ হবে অ্যাকাউন্ট! PNB ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান হোন
তবে নির্বাচন চলাকালীন বাড়ি তৈরির টাকা দিতে না পারলেও তার জন্য প্রস্তুতি সারতে প্রশাসনের কোনও বাধা নেই। আর তাই নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই আবাস যোজনার উপভোক্তারা যাতে সঠিক প্রক্রিয়া মেনে আবেদন করে অনুদানের অর্থ পেতে পারেন তার জন্যই নতুন পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
লোকসভা নির্বাচন শেষ হলেই রাজ্য সরকারের ঘোষণা করা পদ্ধতি মেনে এই পোর্টালে আবেদন করলেই পেয়ে যাওয়া যাবে আবাস যোজনার টাকা।