আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট (PNB Account) থাকে তাহলে এখনই সাবধান হন। কারণ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যে, ১০ই এপ্রিলের মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
তাই আপনার ব্যাংকিং পরিষেবা যাতে বন্ধ না হয় এবং লেনদেন যাতে চালিয়ে যেতে পারেন, তার জন্য এখনই চেক করুন যে, আপনার কেওয়াইসি আপডেট করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দিচ্ছি, কীভাবে বাড়িতে বসেই কেওয়াইসি আপডেট করবেন।
কেওয়াইসি আপডেট কেন জরুরী?
আসলে প্রতিটি ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হয়। এতে প্রতারণা রোধ, অর্থ পাচার, বেআইনি লেনদেন রোধ করা যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা সময় মতো কেওয়াইসি আপডেট করবে না তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। তাই আপনার অ্যাকাউন্ট সচল রাখতে অবশ্যই ১০ই এপ্রিলের মধ্যে কেওয়াইসি আপডেট সম্পন্ন করুন।
কীভাবে বাড়িতে বসে কেওয়াইসি আপডেট করবেন?
যদি আপনার ব্যাংকে যেতে কোন অসুবিধা বোধ হয়, তাহলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই কেওয়াইসি আপডেট করতে পারবেন। এর জন্য শুধু আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- প্রথমে গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে PNB ONE অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
- এরপর আপনার লগইনের তথ্য দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
- এরপর কেওয়াইসি আপডেট অপশনে যান এবং চেক করুন যে, আপনার কেওয়াইসি আপডেট করা রয়েছে কিনা।
- যদি Pending অপশন দেখায়, তাহলে ‘Update KYC’ অপশনে ক্লিক করুন।
- এরপর OTP-ভিত্তিক আধার ভেরিফিকেশনের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করুন।
- এরপর নিবন্ধিত মোবাইল নাম্বারে আসা OTP এন্টার করে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করুন।
- সমস্ত ধাপগুলি সফল হয়ে অতিক্রম করার পর PNB থেকে একটি কনফারমেশন মেসেজ পাবেন।
ব্যাংকে গিয়ে কীভাবে কেওয়াইসি আপডেট করবেন?
যদি আপনার অনলাইনে কেওয়াইসি আপডেট করতে কোন সমস্যা হয়, তাহলে সরাসরি PNB এর নিকটবর্তী কোন শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করতে পারবেন। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে নিকটবর্তী কোন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যান।
- এরপর সেখানে গিয়ে কেওয়াইসি ফরম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড জমা দিন।
- এরপর ব্যাংকের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে।
আরও পড়ুন: মার্চ মাসের শেষে একটানা ৬ দিন ছুটি, দেখে নিন রাজ্যের লম্বা হলি ডে লিস্ট
সময় পার হয়ে গেলে কী হবে?
যদি আপনি ১০ই এপ্রিলের মধ্যে কেওয়াইসি আপডেট প্রক্রিয়া সম্পন্ন না করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এর ফলে আপনি টাকা তোলা, লেনদেনসহ অন্যান্য ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত হবেন। তাই দেরি না করে এখনই কেওয়াইসি আপডেট করুন এবং ব্যাংকিং পরিষেবাকে উপভোগ করুন।