ভারতের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির প্রতিটি নতুন উদ্যোগের মাধ্যমে বাজারে আলোড়ন পড়ে যায়। এবারও ব্যাতিক্রম কিছু হয়নি। PhonePe ও Paytm-এর মত জনপ্রিয় পেমেন্ট পরিষেবা সংস্থাগুলিকে টক্কর দিতে রিলায়েন্স জিও এবং নতুন ফ্রি পরিষেবা চালু করেছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা সরাসরি লাভবান হবেন এবং অতিরিক্ত খরচ ছাড়া এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
জিও-এর নতুন ফ্রি পরিষেবা
রিলায়েন্স জিও সম্প্রতি তাদের Jio Bharat ফোনের জন্য “Jio Sound Pay” পরিষেবা চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে ছোট দোকানদাররা ইউপিআই পেমেন্ট গ্রহনের সময় সঙ্গে সঙ্গে কনফার্মেশন সাউন্ড শুনতে পারবেন, তাও একেবারে বিনামূল্যে।
এই পরিষেবা বাজারে উপলব্ধ PhonePe ও Paytm-এর সাউন্ড বক্সের মতই কাজ করবে। কিন্তু এর জন্য বাড়তি খরচ লাগবে না। সাধারণত PhonePe ও Paytm-এর সাউন্ড বক্স পরিষেবার জন্য দোকানদারদের প্রতি মাসে প্রায় ১২৫ টাকা ফি দিতে হয়, যা বার্ষিক প্রায় ১৫০০ টাকা খরচে দাঁড়ায়। কিন্তু Jio Bharat ফোনের ক্ষেত্রে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া হচ্ছে।
PhonePe ও Paytm-এর বাজারে প্রভাব
বর্তমানে PhonePe ও Paytm ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেটে শীর্ষস্থান দখল করে রেখেছে। বিশেষত তাঁদের সাউন্ড বক্স পরিষেবা দোকানদারদের মধ্যে বেশি জনপ্রিয়। কিন্তু Jio Bharat ফোন “Jio Sound Pay” যদি বিনামূল্যে পরিষেবা প্রদান করে, তাহলে এটি PhonePe ও Paytm-এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
জিও ভারতের এই নতুন পরিষেবার সুবিধাগুলি হল-
- এই পরিষেবার জন্য কোন অতিরিক্ত চার্জ লাগবে না।
- খুচরা ব্যবসায়ী, সবজি বিক্রেতা, হকাররাও খুব সহজেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
- ব্যবহারকারীরা এই পরিষেবার মাধ্যমে নিজেদের সুবিধামতো ভাষা নির্বাচন করতে পারবেন।
কেন জিও এই নতুন পরিষেবা আনল?
জিও ভারত ফোনের জনপ্রিয়তা বাড়াতে এবং ডিজিটাল পেমেন্টের বাজারে শীর্ষস্থান দখল করে নিতে রিলায়েন্স জিও এই নতুন পরিষেবা চালু করেছে। রিচার্জ প্ল্যান বাড়ানোয় উল্লেখযোগ্যভাবে টানা চার মাস ধরে জিওর গ্রাহক সংখ্যা কমে যাচ্ছিল। তবে গত নভেম্বর মাসে তা আবার বাড়তে শুরু করেছে। নতুন এই পরিষেবা বাজারে জিও ভারত ফোনের চাহিদা এবার আরো বাড়িয়ে তুলতে পারে।
Jio Bharat ফোনের “Jio Sound Pay” পরিষেবার মাধ্যমে রিলায়েন্স জিও ছোট ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। PhonePe ও Paytm-এর মত সংস্থাগুলির উপর এটি সরাসরি প্রভাব ফেলবে। ভবিষ্যতে বাজারে এই প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে বলে আশা করছে বিশেষজ্ঞরা।