মিনিমাম ব্যালেন্স, ATM লেনদেন, সুদের হার, ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে সব নিয়ম! PNB গ্রাহক হলেই জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) গ্রাহক? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কারণ ২০২৫ সালের জুলাই মাস থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে তিনটি নতুন নিয়ম চালু করা হয়েছে, যা অধিকাংশ মানুষই জানে না। আর এই নিয়মগুলি না মানলে দৈনন্দিন লেনদেন ব্যাহত হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

মিনিমাম ব্যালেন্সে নেই কোনো জরিমানা

এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সঞ্চয় অ্যাকাউন্টে আর মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে কোনোরকম জরিমানা নেওয়া হবে না। অর্থাৎ, মিনিমাম ব্যালেন্স না রাখলেও কোনো চার্জ গুনতে হবে না। যাদের আগে অ্যাকাউন্টে ৫০০ টাকা বা ১০০০ টাকা না রাখলে টাকা কাটা হতো, তাদের জন্য এটি বিশাল স্বস্তির খবর।

আর এতে মূলত কৃষক, দিনমজুর, স্বল্প আয়কারী পরিবার, বৃদ্ধ গ্রাহকরা ভীষণ পরিমাণে উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না। এই সিদ্ধান্তের হলে মূলত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষরাই ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারবে।

এটিএম লেনদেনে নয়া নিয়ম

২০২৫ সালের মে মাস থেকে সারা দেশের সমস্ত ব্যাংকের মতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও তাদের এটিএম লেনদেনে পরিবর্তন এনেছে। হ্যাঁ, শহর অঞ্চলে মাসে তিনটি ফ্রি লেনদেন, আর গ্রাম বা ছোট শহরে মাসে পাঁচটি ফ্রী লেনদেন করা যাব। এরপর প্রতি অতিরিক্ত লেনদেনে ৩০ টাকা করে চার্জ দিতে হবে।

কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, যারা এখনো কেওয়াইসি আপডেট করেনি, তারা ৮ আগস্ট, ২০২৫-এর মধ্যে না করলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং লেনদেনও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এটিএম থেকে শুরু করে ইউপিআই, নেট ব্যাঙ্কিং সবকিছুই ব্যাহত হবে হবে।

কেওয়াইসি করার জন্য অবশ্যই আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্যান কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিতে হবে। নিকটবর্তী কোনো শাখা বা PNB One অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে খুব সহজে কেওয়াইসি করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্যাশ লেনদেনে নতুন নিয়ম

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে তৃতীয় পক্ষ থেকে পেমেন্ট করার সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেভিংস অ্যাকাউন্ট এর ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, আর কারেন্ট অ্যাকাউন্ট এর ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা লেনদেন করা যাবে।

আরও পড়ুন: ৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল PNB

ইন্টারেস্ট রেটে পরিবর্তন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ২০২৫ সালের জন্য সেভিংস অ্যাকাউন্টে নতুন ইন্টারেস্ট রেট নির্ধারণ করেছে। সাধারণত ২.৫০% থেকে ৩% পর্যন্ত বার্ষিক সুদ দেওয়া হবে। আর প্রতিটি ব্যালেন্স স্ল্যাব অনুযায়ী আলাদা আলাদা সুদ প্রযোজ্য। তবে নির্দিষ্ট হারে সুদ জানতে হলে পিএনবি শাখায় যোগাযোগ করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। 

Leave a Comment