রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে AI এর সাহায্য! বিরাট পদক্ষেপ নিল সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর জন্য এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। দেশের গণবণ্টন ব্যবস্থায় এবার সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI কে প্রবেশ করানো হল। মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী উদ্বোধন করেছেন এআই প্ল্যাটফর্ম ASHA, যা রেশন গ্রাহকদের মতামত এবং অভিজ্ঞতা সংগ্রহ করতে পারবে এবং সেই তথ্য রিপোর্ট করে সরকারি আধিকারিকদের হাতে তুলে দেবে।

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বিরাট পদক্ষেপ

আসলে দীর্ঘদিন ধরেই পিডিএস সিস্টেমে আধুনিকীকরণের দিকে নজর দিচ্ছে কেন্দ্র। কোথাও গুদাম পরিচালনায় সমস্যা হচ্ছে, আবার কোথাও সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ছে, কোথাও অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি দুর্বল। সেইসব ক্ষেত্রে এই প্রযুক্তিকে এবার ঢাল বানাতে চাইছে কেন্দ্র সরকার। সেই সূত্রে মঙ্গলবার উদ্বোধিত হয়েছে চারটি বড় বড় ডিজিটাল পরিষেবা। সেগুলি হল-

  • ভান্ডারন 360 অর্থাৎ CWC-এর ক্লাউড-ভিত্তিক ERP সিস্টেম, 
  • Smart EXIM Warehouse অর্থাৎ CWC-এর CFS/ICD পরিচালনা স্বয়ংক্রিয় করার প্রযুক্তি, 
  • FCI Anna Darpan অর্থাৎ সমন্বিত শস্য ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম এবং 
  • ASHA AI System রেশন গ্রাহকদের মতামত সংগ্রহের নতুন ব্যবস্থা। 

আর এই সমস্ত প্ল্যাটফর্ম রেশন ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তন আনতে চলেছে বলেই দাবি করছে মন্ত্রক।

কীভাবে কাজ করবে এই ASHA প্ল্যাটফর্ম?

কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন, এখন থেকে প্রতি মাসে দেশের প্রায় ২০ লক্ষ রেশন কার্ডধারীর সঙ্গে এই এআই সিস্টেম যুক্ত করা হবে। ফোন কল কিংবা জরিপের পরিবর্তে এবারে ASHA স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে বিশ্লেষণ করবে। রেশন দোকানে কোনওরকম সমস্যা হয়েছে কিনা, পণ্য ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা, পরিষেবা কতটা দ্রুত বা স্বচ্ছ হচ্ছে, দোকানদার বা ডেলিভারির সঙ্গে কোনও অনিয়ম রয়েছে কিনা, সবকিছু জানা যাবে। সবথেকে বড় ব্যাপার, এই গোটা প্রকল্পে মাসিক খরচ হবে মাত্র ৫ লক্ষ টাকা। 

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, প্রযুক্তি শুধুমাত্র মেশিনে নয়, বরং এর পিছনে মানুষের আবেগও দরকার। দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রযুক্তিকে মানবিক দৃষ্টিভঙ্গি হিসেবেই দেখা হবে। তিনি আরও জানিয়েছেন, এই ডিজিটাল পরিষেবাগুলি লজিস্টিক খরচ কমাবে ও সরবরাহ ব্যবস্থার গতি আনবে। পাশাপাশি খাদ্যশস্য সংরক্ষণ এবং বণ্টন ব্যবস্থাকে নির্ভর করে তুলবে।

ভান্ডারন 360 ও স্মার্ট EXIM গুদাম

CWC-এর নতুন ERP প্ল্যাটফর্ম ভান্ডারন 360-এ রয়েছে ৪১টি মডিউল, যেখানে HR থেকে ফাইন্যান্স, গুদাম ব্যবস্থাপনা চুক্তি, সবকিছু এক সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এছাড়া সংযুক্ত ৩৫টি বাহ্যিক সিস্টেমের সঙ্গে ICEGATE, পোর্ট সিস্টেম, FCI, NAFED, WDRA যুক্ত করা হচ্ছে। ফলে খাদ্যশস্য সংরক্ষণ বা পরিবহন সব ক্ষেত্রে নিরাপত্তা ফিচার যুক্ত হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুনঃ স্মার্ট মিটার বসানো শুরু হলেও কেন বন্ধ হল? এর সুবিধা এবং অসুবিধাই বা কী?

এদিকে স্মার্ট EXIM গুদামে রয়েছে ওয়্যারহাউস সিস্টেম, যার মধ্যে পাওয়া যাবে AI, FASTag, IoT, OCR/ANPR, GNSS যা  আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মালবাহক ব্যবস্থাকে আরও দ্রুত এবং স্বচ্ছ করে তুলছে। এক কথায় এই নিয়মের ফলে রেশন ব্যবস্থার যে আমূল পরিবর্তন হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment