নোট বাতিলের পর এবার ৫ টাকার কয়েন, জমানো থাকলেই করুন এই কাজ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নোট বাতিলের পর এবার দেশের বাজারে ৫ টাকার কয়েন নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসল। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে শীঘ্রই ৫ টাকার কয়েন বাজার থেকে তুলে নেওয়া হতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রকম ঘোষণা করেনি। তবে সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

৫ টাকার কয়েন তৈরি বন্ধ হওয়ার কারণ

ভারতে বর্তমানে দুই ধরনের ৫ টাকার কয়েন প্রচলিত রয়েছে। পিতলের তৈরি হালকা কয়েন এবং পুরনো ভারী কয়েন। তবে ৫ টাকার কয়েন বন্ধ হয়ে যাওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি শোনা যাচ্ছে সেগুলি হল-

১. খরচ বেশি হওয়া 

কোন কয়েন তৈরির খরচ যদি সেই কয়েনের মূল্যের চেয়ে বেশি হয়, তবে সাধারণত সেই কয়েন বন্ধ করে দেওয়া হয়। ভারী পাঁচ টাকার কয়েনের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। কারণ এই কয়েন তৈরি করতে ৫ টাকার বেশি খরচ হয়।

২. কয়েন গলানোর অসাধু ব্যবসা

ভারী ৫ টাকার কয়েন গলিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ব্লেড তৈরি করছে। প্রতিটি কয়েন গলিয়ে পাঁচ থেকে ছয়টি ব্লেড তৈরি করা সম্ভব, যার থেকে অসাধু ব্যবসায়ীরা দুই থেকে তিনগুণ টাকা লাভ করছে। 

৩. বাংলাদেশে পাচার 

৫ টাকার কয়েন বাংলাদেশের পাচার করে সেগুলি গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে। প্রতিটি ব্লেড ২ টাকা করে বিক্রি করা হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতি করছে ভারতীয় অর্থনীতিকে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান পরিস্থিতি

এই সমস্ত সমস্যাগুলিকে রুখতেই ভারী ৫ টাকার কয়েন তৈরি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। বাজারে এখন কেবলমাত্র পিতলের তৈরি হালকা ৫ টাকার কয়েন পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, পিতলের কয়েনও শীঘ্রই বাজার থেকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

সাধারণ মানুষের কি করা উচিত? 

এমন পরিস্থিতিতে যাদের কাছে ৫ টাকার ভারী বা হালকা কয়েন জমা রয়েছে তারা সেই কয়েন ব্যাংকে জমা দিয়ে নোটের মাধ্যমে টাকা তুলে নিতে পারেন। তবে বাজারে বিভিন্ন গুজব ছড়ালেও ভারতীয় ডিজার্ভ ব্যাংক এখনো আনুষ্ঠানিকভাবে কোনরকম ঘোষণা করেনি। 

সুতরাং কোন অবৈধ লেনদিনে জড়াবেন না। কোন ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যদি ৫ টাকার কয়েন গ্রহণে অস্বীকার করে তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

রিজার্ভ ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা 

৫ টাকার কয়েন গলানোর সমস্যা রোধ করতে এবং বাজারে জালিয়াতে ঠেকাতে ভারতীয় রিজার্ভ ব্যাংক বিকল্প পদক্ষেপ গ্রহণ করতে পারে। এটি হতে পারে কয়েনের পরিবর্তে নতুন ধরনের ডিজিটাল বা কাগজের মুদ্রা চালু করা। 

আরও পড়ুন: মহিলাদের আর টাকার চিন্তা করতে হবেনা, মোদী সরকার সুন্দর একটি প্রকল্প চালু করলো

৫ টাকার কয়েন নিয়ে সাম্প্রতিক সময়ে চলা সমস্যাটি ভারতীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ অসাধু ব্যবসা রোধ করতে সহায়ক হতে পারে। তবে সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সচেতন থাকতে হবে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে।

Leave a Comment