ট্রেনে যাতায়াতের খরচ বাড়তে চলেছে ভারতীয়দের। দেশের যোগাযোগ ব্যবস্থায় আজও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় রেল। রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশের এক জায়গার সঙ্গে অন্য জায়গা মাকড়সার জালের মত যুক্ত।
অনেক সস্তায় এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন যাত্রীরা। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন ভারতীয় রেলের এক অনন্য বৈশিষ্ট্য। কিন্তু পাঁচ বছর পর রেলের এক বিশেষ সিদ্ধান্তে এবার ট্রেনযাত্রায় বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং দেশের বেতন কাঠামো সার্বিকভাবে বদলে যাওয়ায় দীর্ঘদিন পর ভারতীয় রেল তাদের নথিভুক্ত কুলি বা পোর্টারদের টাকা বৃদ্ধি করেছে। অর্থাৎ এখন থেকে দূরপাল্লার ট্রেনে করে কোনও জায়গায় গিয়ে মালপত্র বহন বা অন্য কোনও কারণে পোর্টারদের সাহায্য নিতে হলে আপনাকে এই অতিরিক্ত অর্থ গুনতে হবে।
ভারতীয় রেলের অন্যতম সম্পদ হলেন কুলিরা। কিন্তু তাদের আয় সেভাবে হয় না। যদিও রেল আগে থেকে অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে কুলি বা পোর্টারদের জন্য। সম্প্রতি রেলের ৬৮ টি বিভাগের প্রতিটিতে পোর্টাদের টাকা বৃদ্ধি করেছে ভারতীয় রেল।
আগে ৪০ কেজির বেশি ওজনের পণ্য বহনের ক্ষেত্রে পোর্টারদের ২৫০ টাকা দিতে হত। এখন থেকে এই কাজের জন্য দিতে হবে ৩৪০ টাকা। আবার কোনও অসুস্থ ব্যক্তিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন পোর্টার আগে ২০০ টাকা পেতেন। এখন থেকে তাঁদের ২৭০ টাকা দিতে হবে। হুইল চেয়ারে করে কাউকে নিয়ে যাওয়ার রেট ১৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০ টাকা।
কুলিদের এই টাকা বৃদ্ধির ফলে রেলের যাত্রীদের খরচ বাড়বে। তবে এই খরচ বাধ্যতামূলকভাবে বৃদ্ধি পাবে এমনটা নয়। কারণ সকল যাত্রী কুলিদের সাহায্য নেন তেমনটা নয়। কারোর কাছে লাগেজ কম থাকলে কুলিদের দরকার পড়ে না। তবে যারা কুলিদের সাহায্য নেবেন এবার থেকে তাঁদের খরচ বৃদ্ধি পাবে। যদিও সকল স্টেশনের কুলিদের ক্ষেত্রে এই টাকা বেড়েছে এমনটা নয়। রেলের A ও A1 ক্যাটাগরির স্টেশনগুলির কুলিদের ক্ষেত্রেই এই টাকা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে কুলিদের পারিবারিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকে নজর দিয়েছে ভারতীয় রেল। তাঁদের আয়ুষ্মান ভারত কার্ড, ফ্রি টিকিট, সন্তানদের রেলের স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 এপ্রিলের শুরুতেই ৩২ টাকা কমে গেল গ্যাসের দাম! কোলকাতায় নতুন দাম কত?
👉 বিমার জন্য ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে, আগের থেকে এটি অনেক ভালো
👉 চেক বাউন্স হলেই বিপদ! ১৫ দিনের মধ্যেই নেওয়া হবে অ্যাকশন
👉 এপ্রিল মাসে এই ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সম্পূর্ণ লিস্ট দিল RBI
👉 মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার! ১ এপ্রিল থেকে আগের সুবিধা নতুন করে চালু হচ্ছে
👉 ১ টি বা ২ টি নয়! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এতগুলো নিয়ম