দীর্ঘ ৩ বছর পর EPFO-এর নিয়মে বদল, এখন আরো বেশি মিলবে টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকার EPFO-এর অধীনে থাকা ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড (VPF) নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগে ২০২৬ সালের বাজেটে VPF-এর বিনিয়োগে সীমাবদ্ধ ও করমুক্তির প্রস্তাব আনা হতে চলেছে। এই উদ্যোগের ফলে কিভাবে লাভবান হবেন আপনারা, কি কি সুবিধা পাওয়া যাবে সবকিছু জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। 

VPF-এর গুরুত্ব 

VPF বা ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড কর্মজীবীদের অবসরকালীন সময়ে আর্থিক সুরক্ষা প্রদান করে। এই প্রকল্পটি কর্মীদের একটি ফান্ডের অংশ হিসেবে অতিরিক্ত অর্থ সঞ্চয়ের সুযোগ দেয়। এই ফান্ড থেকে প্রতি মাসে অবসরপ্রাপ্ত কর্মজীবীরা পেনশন বাবদ ভাতা পেয়ে থাকেন। 

বিনিয়োগকারীদের জন্য করমুক্ত সুবিধা 

বর্তমানে ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড (VPF)-এ ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করমুক্ত সুদের আওতায় পড়ে। অর্থাৎ, আপনি যদি ২.৫ লক্ষ টাকা বা তার কম টাকা বিনিয়োগ করেন তাহলে কোন রকম কর প্রদান করতে হবে না। তবে এই সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এতে আরো বেশি কর্মজীবী করমুক্ত সুবিধার আয়তায় আসতে পারবে। 

বাজেট ২০২৬-এ বড় ঘোষণা

আগামী ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে VPF-এর বিনিয়োগ সীমা বৃদ্ধির বিষয়টি প্রভাব ফেলতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিকল্পনা সফল হলে কর্মজীবীরা আরও বড় পরিসরে কর ছাড়ের সুবিধা পেতে পারেন। এর ফলে আপনার বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে। 

মধ্যবিত্ত শ্রেণীর জন্য বিশেষ সুবিধা 

VPF-এর কর ছাড়ের সীমা বাড়ালে বিশেষত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা বেশি সুবিধা পাবেন।  কারণ এই শ্রেণীর কর্মজীবীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করে লাভবান হবেন ও সুরক্ষিত থাকতে পারবেন।

ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা বৃদ্ধি

VPF-এর করমুক্ত সীমা বাড়ালে কর্মজীবীরা আরও বেশি টাকা সঞ্চয় করতে উৎসাহী হবেন। ফলে যদি আগে থেকেই বেশি টাকা সঞ্চয় করে রাখা হয় তাহলে কর্মজীবনের শেষে পেনশন বাবদ বেশি টাকা পাওয়া যাবে। এটি তাদের অবসর জীবনকে আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

করমুক্ত বিনিয়োগের আরো সুযোগ 

বর্তমানে VPF বিনিয়োগের উপর সুদের হারে সীমিত করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মজীবীদের বিনিয়োগের জন্য আরো বেশি কর মুক্ত সুবিধা পাবেন। অর্থাৎ, বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করলেও কর প্রদান করতে হবে না। 

আরও পড়ুন: বেকারদের জন্যই এই প্রকল্প, কোনো টাকা ছাড়াই ট্রেনিং ও চাকরি, তাড়াতাড়ি সুবিধা নিন

সরকারের সমাজ সুরক্ষা পরিকল্পনা 

EPFO ও VPF এই দুটি নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের সমাজ সুরক্ষা প্রকল্পগুলির একটি বিশেষ অংশ হিসেবে চিহ্নিত হয়েছে। এই পরিকল্পনা দুটি কর্মজীবীদের জীবনমান উন্নত করবে এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এটা বলাই যায়। 

তাই এই পদক্ষেপগুলি কর্মজীবীদের বিনিয়োগের আগ্রহ বাড়াবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মজীবীদের অবসর জীবন আরো স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে। 

Leave a Comment