DA তো ৩% বাড়লোই, এবার MSP নিয়েও সুখবর দিল কেন্দ্র সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষকদের জন্য দীপাবলি উপহার! মোদী সরকার তাদের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA ৩% বাড়ানোর পর 6টি রবি ফসলের MSP-ও বাড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানান যে কেন্দ্রীয় সরকার 2025-26 সালের রবি মরসুমে 6টি ফসলের জন্য এমএসপি ঘোষণা করেছে। একইভাবে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতাও 3 শতাংশ বাড়ানো হয়েছে।

এইসব ফসলের MSP বাড়ালো কেন্দ্র সরকার

গম: 2275 টাকা থেকে বেড়ে 2425 টাকা,

বার্লি: 1850 টাকা থেকে বেড়ে 1980 টাকা,

ছোলা: 5440 টাকা থেকে বেড়ে 5650 টাকা,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুসুর: 6425 টাকা থেকে বেড়ে 6700 টাকা,

সরিষা: 5650 থেকে 5950 টাকা।

মহার্ঘভাতা (DA) বেড়ে 53 শতাংশ হয়েছে

কেন্দ্রীয় কর্মীরা এতদিন 50% মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার তা আরও 3% বৃদ্ধির পর 53% হয়েছে। বর্ধিত বেতন 1 জুলাই থেকেই প্রযোজ্য হবে। 1 কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা 7 তম বেতন কমিশনের সাথে যুক্ত মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ভাতা (ডিআর) বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। অবশেষে DA 3 শতাংশ বৃদ্ধির পরে, 22,000 টাকা মূল বেতনের কর্মীরা প্রতি মাসে 660 টাকা বেশি বেতন পাবেন।

মুদ্রাস্ফীতি মোকাবেলায় সাহায্য করবে

বলা বাহুল্য, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এমন সময়ে ডিএ বৃদ্ধি করা হয়েছে যখন মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে দৈনন্দিন খরচেও। উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা।

আরও পড়ুনঃ পুজোর লম্বা ছুটি চলছে, আবার কবে খুলবে স্কুল, কলেজ, সরকারি অফিস? বিস্তারিত আপডেট দেখুন

মনে রাখবেন, সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর 12 মাসের গড় হিসাবের উপর ভিত্তি করে ডিএ বৃদ্ধি নির্ধারণ করে। DA সাধারণত বছরে দু’ বার পর্যালোচনা করা হয়। জানুয়ারি এবং জুলাই মাসে। আর মার্চ এবং সেপ্টেম্বরে ঘোষণা করা হয়। আর প্রতি বছর দীপাবলির আগে, মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়। এবারেও তার অন্যথা হল না।

Leave a Comment