After 11 years change in the syllabus of higher secondary along with the thought of pass-fail is over
WhatsApp Group Join Now

১১ বছর পর, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন সহ একাধিক নিয়মে বড় বড় বদল করা হয়েছে। পাস ফেলের চিন্তাও করতে হবে না। উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পাস-ফেল সিস্টেম থাকবে বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নতুন করে এ তথ্য জারি করে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে মোট চারটি সেমিস্টার থাকবে। প্রতি সেমিস্টারে চারবার পাস-ফেল সিস্টেম থাকবে। শিক্ষার্থীকে 11 এবং 12 তম প্রতিটি সেমিস্টারে পাস করতে হবে, তবেই সে পরবর্তী সেমিস্টারে যেতে পারবে। কিন্তু এই পাস ফেলের চিন্তা নিয়ে পড়াশোনায় চাপ বাড়ছে তাই এবার নতুন ভাবনা ভাবছে শিক্ষামহল।

উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেছিলেন, সেমিস্টার প্রক্রিয়া শুরু হলেও মূল্যায়নের মান যাতে না কমে সেদিকেই জোর দিচ্ছে পর্ষদ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুল স্তরে প্রথম সেমিস্টার শুরু করেছে।

পড়ুয়াদের প্রতিটি সেমিস্টারে ন্যূনতম নম্বর পেতে হবে, তবেই তারা পরবর্তী সেমিস্টারে যেতে পারবে। প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের পাস করতে হবে। আর দুর্ভাগ্যজনক ভাবে যদি ন্যূনতম নম্বর না ওঠে তাহলেও ব্যবস্থা থাকবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।

নতুন সিস্টেমে উচ্চ মাধ্যমিকে পাস ফেলের চিন্তা নেই

পরীক্ষায় অকৃতকার্য হয়ে এখন আবারও উচ্চ মাধ্যমিক দিতে পারবেন। আপনি একই বছরে আবার পরীক্ষা পাস করতে পারেন। উচ্চ মাধ্যমিক শিক্ষার নতুন নিয়ম বাস্তবায়ন করবে সংসদ।

WhatsApp Group Join Now

বাংলা এবং ইংরেজি ছাড়াও, শিক্ষার্থীরা আরও তিনটি বিষয়ে পরীক্ষা দেয়, যেটি ব্যর্থ হলে একটি ঐচ্ছিক হয়ে যায়। তবে নতুন এই নিয়ম কার্যকর হলে বিজ্ঞানের শিক্ষার্থীরা বিশেষ সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

এই নতুন নিয়মে, নির্দিষ্ট বিষয়ে ব্যর্থ হলেও পরীক্ষার্থীরা দ্বিতীয়বার সুযোগ পাবেন ওই নির্দিষ্ট বিষয়টিতে পরীক্ষা দেওয়ার।

আরো পড়ুন: সিভিক ভলেন্টিয়াররা ডেইলি এত টাকা বেশি পাবে, এখন কত টাকা বেতন?

2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে

2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। অর্থাৎ এবার যেসব শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচের পরীক্ষার্থী হবে। আর সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালে।

এই প্রক্রিয়ায় প্রথম সেমিস্টার নভেম্বরে, দ্বিতীয় সেমিস্টার মার্চে এবং তৃতীয় সেমিস্টার নভেম্বরে এবং চতুর্থ সেমিস্টার তার পরের মার্চ মাসে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *