আধার কার্ড আপডেটের দীর্ঘ অপেক্ষার অবসান আনল ভারত সরকার। এখন থেকে সাধারণ মানুষকে আধার কার্ড আপডেটের জন্য দূরে কোন আধার সেন্টারে যেতে হবে না। নিকটবর্তী পোস্ট অফিসের মাধ্যমেই এবার থেকে আধার কার্ড সংশোধন ও আপডেট করতে পারবেন।
ইন্ডিয়ান পোস্টের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে জনসাধারণের সুবিধার্থে এই আধার কার্ড আপডেটের পরিষেবা পোস্ট অফিসে চালু করা হয়েছে। তাই এখন থেকে আপনার নিকটবর্তী যেকোন পোস্ট অফিসেই এই আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ সম্ভব হবে। এর জন্য চার্জ থাকবে আগের মতই, অতিরিক্ত কোন চার্জ প্রদান করতে হবে না।
পোস্ট অফিসে কি কি আধার পরিষেবা মিলবে?
ভারত সরকারের উদ্যোগে পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ডের মূলত দুটি কাজ সম্ভব হবে। সেগুলি হল-
আধার এনরোলমেন্ট
যারা প্রথমবার আধার কার্ড তৈরি করতে চান তাদের জন্য এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে ভারতীয় পোস্ট অফিস। এতে ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য যেমন- আঙুলের ছাপ ও চোখের স্ক্যান ইত্যাদি সংগ্রহ করা হবে।
আধার আপডেট
আধার উপভোক্তার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, ঠিকানা, জন্ম তারিখ এবং বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য যেমন- আঙুলের ছাপ, নিজের ছবি, চোখের স্ক্যান ইত্যাদি আপডেট করা হবে এবার থেকে পোস্ট অফিসের মাধ্যমে।
আরও পড়ুন: আধার কার্ড তো ব্যবহার করেন, জানেন কত রকম আধার কার্ড হয় এবং কোনটির কি কাজ?
কিভাবে আধার সেন্টারের ঠিকানা পাবেন?
ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় ১৩ হাজার ৩৫২ টি পোস্ট অফিসে আধার এনরোলমেন্ট ও আপডেট প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। আপনার নিজের নিকটস্থ পোস্ট অফিসে এই পরিষেবা পাওয়া যাচ্ছে কিনা তা জানতে আপনারা সরাসরি ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.indiapost.gov.in/) গিয়ে খোঁজ নিতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা বুকিং করে নির্দিষ্ট দিনে আধার আপডেট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। সরকারের এই উদ্যোগের ফলে আধার কার্ড সংশোধন প্রক্রিয়া এখন আরো সহজ এবং সাশ্রয়ী হয়ে উঠেছে। এর ফলে উপকৃত হবেন বহু সাধারণ মানুষ।