চালু হচ্ছে আধারের নতুন পোর্টাল, কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিজিটাল পরিষেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে নতুন পদক্ষেপ নিল ভারত সরকার। আধার যাচাই এখন আরো সহজ এবং সুরক্ষিত হতে চলেছে। কারণ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY) চালু করল নতুন Aadhaar Good Governance Portal। এই নতুন পোর্টাল সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে আরো সহজ করার পাশাপাশি আধার সংশ্লিষ্ট সমস্ত পরিষেবা গুলিকে উন্নত এক্সেস প্রদান করবে।

কেন চালু করা হল এই পোর্টাল?

বিগত এক দশক ধরে আধার ভারতের সব থেকে বিশ্বাসযোগ্য ডিজিটাল আইডি হিসেবে পরিচিত। ১ বিলিয়নের বেশি ভারতীয় আধার কার্ডের উপর ভরসা রেখেছেন এবং আধার কার্ড ব্যবহার করে ১০০ বিলিয়নের বেশি বার অথেন্টিকেশন সম্পন্ন হয়েছে।

কিন্তু এই বিরাট পরিকাঠামোগত উন্নয়ন থাকা সত্ত্বেও অনেক সংস্থা এবং পরিষেবা প্রদানকারী আধার অথেন্টিকেশন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখা যায়। এই সমস্যা সমাধান করতেই ভারত সরকার নিয়ে আসল Aadhaar Good Governance Portal।

নতুন পোর্টালের সুবিধা কী কী?

ভারত সরকারের এই নতুন পোর্টালে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  • আধার যাচাইয়ের জন্য আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ হবে। 
  • নতুন পরিবর্তন পরিষেবা প্রদানকারী সংস্থা এবং গ্রাহক উভয়ের জন্যই লেনদেন আরো সুরক্ষিতভাবে নিশ্চিত করবে।
  • আদার অথেন্টিকেশনের জন্য কীভাবে আবেদন করতে হবে, কীভাবে অনুমোদন পাওয়া যাবে এই সম্পর্কে সমস্ত নির্দেশনা দেওয়া থাকবে।
  • বেসরকারি সংস্থাগুলির অ্যাপেও ফেস অথেন্টিকেশন যুক্ত করা হবে, যা ব্যবহারকারীদের যেকোন সময় যেকোন জায়গায় অথেন্টিকেশন করার সুযোগ করে দেবে।

কাদের জন্য উপকারী হবে এই পোর্টাল?

এখন শুধুমাত্র সরকারি দপ্তর নয়, অন্যান্য সংস্থাও আধার অথেন্টিকেশন ব্যবহার করতে পারবে। এর ফলে হোটেল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্রেডিট রেটিং সংস্থা, ই-কমার্স প্ল্যাটফর্ম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইত্যাদি সংস্থাগুলি তাদের পরিষেবার মানকে আরো উন্নত করে তুলতে পারবে।

আরও পড়ুন: সতর্ক হন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাঁদের কোটি কোটি গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে

UIDAI-এর বক্তব্য

UIDAI-এর সিইও ভূবনেশ কুমার জানিয়েছে যে, আধার ভারতের ডিজিটাল অর্থনীতির সমৃদ্ধি আরো বাড়িয়ে তুলছে এবং নতুন এই পোর্টাল ব্যবহারকারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করে তুলবে এবং অথেন্টিকেশনের প্রক্রিয়া আগে থেকে আরও সহজ হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারের এই পদক্ষেপ আধার সংক্রান্ত পরিষেবার মানকে আরো উন্নত করবে। নতুন Aadhaar Good Governance Portal পোর্টালের মাধ্যমে আধার অথেন্টিকেশন প্রক্রিয়াও আরো সহজ হবে, এ কথা বলা যায়।

Leave a Comment