বর্তমান দিনে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) পরিচয় প্রমাণের একমাত্র হাতিয়ার হয়ে উঠেছে। ব্যাংকিং থেকে শুরু করে স্কুলে ভর্তি, কিংবা পাসপোর্ট বানানো বা প্যান কার্ড, সবকিছুতেই দরকার হয় এই আধার নম্বর। তবে অনেকেই জানে না যে, এই আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়।
হ্যাঁ, এই বিতর্ক আবারও সামনে এসেছে ২০২৫ সালের ১০ জুলাই, যখন সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে আর গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি ভারতীয় কিনা, তা কীভাবে প্রমাণ দেবেন?
কোন ডকুমেন্টে মিলবে নাগরিকত্বের প্রমাণ?
ভারত সরকার এবং সংবিধানের নিয়ম অনুযায়ী মূলত তিনটি নথিকে ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। আর সেগুলি হল—পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট এবং নাগরিকত্বের শংসাপত্র। এগুলো ছাড়া আর কোনও নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না।
পাসপোর্ট
বিদেশ ভ্রমণের টিকিট বলে মনে হলেও পাসপোর্ট শুধুমাত্র কোনও ভ্রমণের ডকুমেন্ট নয়, বরং এটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রদত্ত একটি স্বীকৃত ডকুমেন্ট, যা প্রমাণ করে আপনি দেশের নাগরিক। ভারত সরকার দ্বারা ইস্যু করা পাসপোর্টে নাগরিকত্বের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। তাই এটি নাগরিকত্ব যাচাইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
জন্ম সার্টিফিকেট
আপনার জন্ম কোথায় হয়েছে, কবে হয়েছে, তা সংরক্ষিত থাকে এই জন্ম সার্টিফিকেটে। ১৯৬৯ সালের Registration of Births and Deaths Act অনুযায়ী, ভারতে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্যই এই জন্ম শংসাপত্র ইস্যু করা হয়। ভারতের ভূখণ্ডে জন্ম এবং তা যদি সংবিধান স্বীকৃত হয়, তাহলে সেটি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গৃহীত হবে।
নাগরিকত্বের প্রমাণপত্র
অনেক সময় কেউ ভারতীয় নাগরিকত্ব অর্জন করেও আইনে জটিলতায় পড়ে। যেমন ভারতের বাইরে জন্ম নিয়ে থাকলেও পরবর্তীতে এসে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন অনেকে। আর এই সমস্ত ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশপত্র ইস্যু করে। তাই এটি দিয়েও নাগরিকত্ব যাচাই করা যাবে।
আরও পড়ুন: টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট! SBI সহ ৬ ব্যাংক বিরাট সুখবর দিল
তাহলে আধার কার্ডের ব্যবহার কোথায়?
আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র, কোনও নাগরিকত্বের প্রমাণ নয়। আপনার বায়োমেট্রিক ডেটা এবং ঠিকানা থাকলেও এতে নাগরিকত্ব সংক্রান্ত কোনো তথ্য দেওয়া থাকে না। একজন বিদেশী নাগরিক, যিনি দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন, তিনিও পেতে পারেন আধার কার্ড। আর ঠিক এই কারণেই আধার কখনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না।