আধার কার্ড এর জন্য বাড়িতে লোক আসবে, যেকেউ নিতে পারবে এই সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhaar Card Doorstep facility: এখন ভারতবর্ষের নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। পরীক্ষা, চাকরি, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ড অপরিহার্য একটি ডকুমেন্ট। সম্প্রতি আধার কার্ড সম্পর্কিত নতুন একটি পরিষেবা চালু করেছে UIDAI, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক। 

কাঁদের জন্য এই সুবিধা?

বিশেষ করে শারীরিকভাবে অক্ষম বা প্রবীণ নাগরিক অথবা বয়স্ক নাগরিকদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে। এবার থেকে আধার কার্ড তৈরি বা সংশোধন করতে আধার পরিষেবা কেন্দ্র বা সাইবার ক্যাফে যাওয়ার দরকার হবে না। বাড়িতে বসেই সরাসরি আধার কার্ড সংশোধন করতে পারবেন। এর জন্য সরকারি আধিকারিকরা বাড়িতে এসেই এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। 

আধার কার্ডের হোম সার্ভিস কিভাবে পাবেন?

UIDAI কর্তৃক চালু হওয়া এই বিশেষ পরিষেবা মূলত শারীরিক অক্ষম বা বয়স্ক নাগরিকদের জন্য। যাদের বয়সজনিত সমস্যা বা শারীরিক কোন অসুবিধা রয়েছে, তাদের বাইরে গিয়ে আধার কার্ড বানানো বা সংশোধন করা সম্ভব হয় না বলেই এই সার্ভিস চালু করা হয়েছে। তারা এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন।

এই পরিষেবা গ্রহণের জন্য প্রথমে আপনাকে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ব্যাক্তির শারীরিক অক্ষম বা বয়সজনিত সমস্যার প্রমাণ দিতে হবে। এরপর আধিকারিকরা একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে আপনার বাড়িতে এসে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করবেন। 

খরচ কেমন হবে?

এই বিশেষ হোম সার্ভিসের জন্য আপনার খরচ হবে ৭০০ টাকা মত। তবে যদি একই পরিবারের একাধিক সদস্য একই ঠিকানায় এই পরিষেবা নেন তাহলে প্রথম জনের জন্য ৭০০ টাকা এবং পরবর্তী প্রতিটি সদস্যের জন্য ৩৫০ টাকা করে দিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে খরচের পরিমাণ কিছুটা কমতে পারে, যা নির্ভর করবে আপনার এলাকার উপর। তবে এই টাকা আপনার অগ্রিম দিতে হবে না, আধিকারিক যখন আপনার বাড়িতে আসবেন তখনই সেই টাকা দিতে হবে এবং আপনাকে একটি রশিদ দেওয়া হবে। 

আধার কার্ডের বৈধতা যাচাই করবেন কিভাবে?

আপনার আধার কার্ড আসল কিনা তা যাচাই করার জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। এছাড়া আধার কার্ডে থাকা QR কোড স্ক্যান করেও আপনি আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারবেন। এটি আপনি সম্পূর্ণ বাড়িতে বসেই করতে পারবেন। 

আরও পড়ুনঃ কম করে এত টাকা রিচার্জ করলে সিম বন্ধ হবেনা, Jio, Airtel সবার জন্য

সংশোধন করবেন কিভাবে?

যদি আপনার আধার কার্ডে কোন ভুল থাকে যেমন- ঠিকানাজনিত কোন সমস্যা অথবা জন্মতারিখ, এই সমস্ত ভুল অনলাইনের মাধ্যমে সংশোধন করা সম্ভব। তবে মোবাইল নম্বর বা নাম পরিবর্তনের জন্য নিকটস্থ আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে।

UIDAI-এর এই নতুন উদ্যোগে বিশেষত প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক পরিষেবা হতে চলেছে। আধার কার্ড তৈরি ও সংশোধনের ক্ষেত্রে এই পরিষেবা সকলের জন্য একটি দারুন পরিষেবা।

Leave a Comment