অনলাইনে টাকা পাঠানো কিংবা বিল পরিশোধ করা এখন অনেকর দৈনন্দিন জীবনের প্রধান অংশ হয়ে উঠেছে। তবে এবার এই সুবিধার জন্য আপনাকে গুনতে হতে পারে বাড়তি চার্জ। বিশেষজ্ঞদের মতে, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে, যা সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলবে।
ইউপিআই লেনদেনে বাড়তি চার্জ কেন?
বিগত কয়েক বছর ধরে ডিজিটাল লেনদেনের পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গুগল পে, ফোনপে এবং পেটিএম-এর মত প্লাটফর্মের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি অনলাইন লেনদেন হয়ে থাকে। এই ধরনের পরিষেবা বজায় রাখতে এবং ব্যাংক ও পেমেন্ট সিস্টেমের খরচ সামলাতে এই নতুন চার্জের ব্যবস্থা করা হয়েছে।
কোন লেনদেনের ক্ষেত্রে চার্জ বসতে পারে?
সূত্রের খবর অনুযায়ী, নিন্মলিখিত ক্ষেত্রে চার্জ নেওয়া হতে পারে-
- ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করলে ০.৫% থেকে ১% অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে।
- জিএসটির সঙ্গে যুক্ত হতে পারে চার্জ।
- মোবাইল রিচার্জের ক্ষেত্রেও চার্জ কাটা হতে পারে। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, তারা রিচার্জ করার সময় অতিরিক্ত ৩ টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন পেয়েছেন।
- এছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদ্যুতের বিল পরিশোধ করার ক্ষেত্রে ১৫ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া হতে পারে।
গুগল পে-তে বাড়ছে খরচ
গুগল পের মাধ্যমে অনলাইন বিল পেমেন্ট করতে গেলে অতিরিক্ত কোন চার্জ এতদিন দিতে হতো না। তবে নতুন নিয়মে গুগল পে-ও এই চার্জ নিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদিও সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনরকম ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এটি কার্যকর করা হতে পারে।
এই সিদ্ধান্ত আসলে কার?
এই নতুন চার্জিং মডেল সম্পর্কে ভারত সরকার এখনো কোনো রকম অনুষ্ঠানে ঘোষণা করেনি। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা PWC-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রতি ইউপিআই ট্রানজেকশনে স্টোকহোল্ডারদের ০.৫% খরচ করতে হয়। অনেক কোম্পানি এই খরচ সামাল দিতে নতুন রেভিনিউ মডেল তৈরি করেছে। তাই ভবিষ্যতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানো হতে পারে।
আরও পড়ুন: মার্চ মাসে মিলবে প্রচুর রেশন সামগ্রী, দেখে নিন কোন কার্ডে কতটা পাবেন
ব্যবহারকারীদের উপর কিরকম প্রভাব ফেলবে?
এই পরিবর্তন কার্যকর হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অনলাইন লেনদেন কিছুটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা নিয়মিত ইউপিআই লেনদেনের মাধ্যমে বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ বা অন্যান্য অনলাইন পরিষেবার মূল্য পরিশোধ করে থাকেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এই চার্জের ব্যবস্থা চালু করলে আগেভাগেই সবাইকে সতর্ক করে দেবে।