আমেরিকাও ভারতের পিছনে! ভারতকে আগে রাখল এই দুই কোম্পানি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কর্পোরেট দুনিয়ায় বরাবরই মার্কিন সংস্থাগুলির রমরমা। মোট আর্থিক সম্পদ হোক বা বাণিজ্যের অঙ্কে গোটা বিশ্বজুড়েই মূলত তাদের রাজ করতে দেখা যায়। বহু মার্কিন সংস্থার মাথায় ভারতীয়রা থাকলেও তাদের এই আর্থিক ক্ষমতা ভারতীয় বহুজাতিকগুলোর থেকে অনেকটাই বেশি হয়। সেটা বিভিন্ন আর্থিক সমীক্ষা থেকে বরাবরই পরিষ্কার হয়ে গিয়েছে।

কিন্তু ২০২৩ সালে সেই ধারাবাহিকতায় এসেছে বড় পরিবর্তন। একটি ক্ষেত্রে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলিকে টেক্কা দিয়ে প্রথম দুটি শীর্ষস্থান‌ই দখল করে নিয়েছে ভারতীয় সংস্থাগুলি

আমরা আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করছি। গত ২০২৩ সালে নতুন বিমানের বরাত দেওয়ার ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলিকে দাঁড় করিয়ে করিয়ে গোল দিয়েছে দুই ভারতীয় সংস্থা Indigo ও Air India.

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বা মধ্যপ্রাচ্যের Emirets, Qatar Airways-এর মত নামজাদা বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে টেক্কা দিয়ে নতুন বিমানের বরাত দেওয়ার সংখ্যা ও আর্থিক মূল্যের নিরিখে বহু গুণ এগিয়ে গিয়েছে ভারতের ইন্ডিগোটাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া

আরো পড়ুনঃ সবাই এখন লোনের দিকে ঝুকছে, কিন্তু ব্যাঙ্কগুলি চাইলেও আর লোন দিতে পারবে না

গত আর্থিক বছরে ইন্ডিগো নতুন ৫০০টি বিমানের বরাত দিয়েছে। অপরদিকে এয়ার ইন্ডিয়া নতুন ৪৭০ টি বিমানের বরাত বা অর্ডার দিয়েছে

সেখানে আমেরিকার বিখ্যাত বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স ১৫৬ টি বিমানের বরাত দিয়ে অনেক দূরের তৃতীয় স্থানে আছে। সমসংখ্যক বিমানের বরাত দিয়ে এই তালিকার চতুর্থ স্থানে আছে সংযুক্ত আরব আমিরশাহির বিশ্ববিখ্যাত এমিরেটস।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেখা যাচ্ছে বাকি সংস্থাগুলির তুলনায় প্রায় তিনগুণের বেশি নতুন বিমানের বরাত দিয়েছে ভারতের এই দুই শীর্ষস্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া ন্যারো বডি অর্থাৎ ছোট বিমানের বরাত সেভাবে দেয়নি।

আরো পড়ুনঃ আপনার নামের সিম অন্য কারো মোবাইলে ভরা নেই তো? থাকলে যা করতে হবে দেখুন

তারা মূলত ড্রিমলাইনার গোত্রের ওয়াইড বডি বিমান, যেগুলো অনেক বেশি সংখ্যক যাত্রী নিয়ে বহুদূর পর্যন্ত নিরাপদে পাড়ি দিতে পারে তেমন বিমানের বরাত দিয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে আর্থিক বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন, আগামী দিনে বিমান পরিষেবার দুনিয়ায় রাজ করবে ভারতীয় সংস্থাগুলো। এটা তারই প্রস্তুতি।

Leave a Comment