দিন গুনছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত এই মাসেই প্রকাশ করা হত মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু মাধ্যমিকের নম্বরে গড়মিলের জন্য গত বছরে ঘটে যাওয়া গন্ডগোলের কথা মনে রেখে অন্য সিদ্ধান্ত নিয়ে বসেছে শিক্ষা দফতর। সুত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শেষ হয়েছে। এখন চলছে নম্বর যাচাইকরুণ প্রক্রিয়া।
নম্বর যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলেও কয়েকজন শিক্ষার্থীদের খাতা নতুন করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে নম্বর প্রদানের ক্ষেত্রে নির্ভুলতা বজায় থাকবে। এই বছর থেকেই অনলাইনে নম্বর সাবমিশন করার ব্যবস্থা করা হয়েছে। সেই প্রক্রিয়াও নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছে।
আরো পড়ুনঃ এপ্রিলেই শুরু গরমের ছুটি! স্কুল ছুটির আসল তারিখ জানিয়ে দিল রাজ্য সরকার
নম্বর যাচাইকরুণ প্রক্রিয়া শেষ!
সম্প্রতি, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার নম্বর যাচাইকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, WBBSE মাধ্যমিকের অনলাইন মার্ক যাচাইকরণ প্রক্রিয়া 16 এপ্রিল, 2024 থেকে শুরু হয়েছিল এবং 18 এপ্রিল, 2024, দুপুর 2 টায় শেষ হওয়ার কথা ছিল। এই বছর প্রায় 8.7 লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক মেগা পরীক্ষায় অংশ নিয়েছিল। 2 ফেব্রুয়ারি, 2024 থেকে 12 ফেব্রুয়ারি, 2024 পর্যন্ত পরিচালিত হয়েছিল এই পরীক্ষা।
কবে দেওয়া হবে রেজাল্ট?
পশ্চিমবঙ্গ বোর্ড শীঘ্রই মাধ্যমিক ফলাফলের তারিখ এবং সময় ঘোষণা করবে। জানানো হয়েছে যে উত্তরপত্রের যাচাইকরণ প্রক্রিয়া 18 এপ্রিল, 2024 এ শেষ হয়েছে। তাই অনেকেই দাবি করেছেন যে বোর্ড হয়ত এই সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুনঃ বছরে ১০ টা ফ্রি গ্যাস দেবে সরকার, ভোটের আগেই বিরাট ঘোষনা মুখ্যমন্ত্রীর
তাই 2024 সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফলের তারিখ এবং সময় নিশ্চিত করে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি এবার বোর্ড দ্বারা জারি করা হবে। যদিও কেউ কেউ বলছেন যে মে মাসের দ্বিতীয় সপ্তাহেও দেওয়া হতে পারে মাধ্যমিকের রেজাল্ট। কারণ এই বছর নাকি উচ্চ মাধ্যমিকের ফলাফল আগে প্রকাশ করা হতে পারে। শিক্ষার্থীরা ফলাফলের সর্বশেষ আপডেটের জন্য ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।