এপ্রিল মাস চলে এসেছে। পরীক্ষা শেষ। স্কুলগুলোতে নতুন সেশন শুরু হচ্ছে। তাপপ্রবাহও একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তার উপর আবার লোকসভা নির্বাচনের খাড়া। সবমিলিয়ে এখন চাপে পশ্চিমবঙ্গ। তাই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বসেছে মমতা সরকার।
তাপের হাত থেকে রেহাই দিতে, লোকসভার চাপ সামলে নিতে আগেভাগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করে দিয়েছে রাজ্য। শুধু তাই নয়, এ বছর আপনার সন্তানের স্কুলের ছুটির তালিকা বাড়তে চলেছে। 2024 সালের গ্রীষ্মকালীন ছুটি দীর্ঘ হবে। ইতিমধ্যেই WBBSE এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, নতুন স্কুল হলিডে ক্যালেন্ডার 2024 প্রকাশও করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষা পর্ষদের তরফে।
গ্রীষ্মের ছুটি সম্পর্কে কী বলছে WBBSE?
WBBSE তালিকাটি দেখলেই জানতে পারবেন, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই সবটা পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন জেলায় স্কুল ছুটি 12 দিন করে বাড়ানো হবে। পশ্চিমবঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে।
এর পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ডব্লিউবিবিএসই) নির্বাচন প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য স্কুল হলিডে ক্যালেন্ডার 2024 অনেক বিবেচনা করেই প্রস্তুত করেছে। ক্যালেন্ডারটি দেখার জন্য সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করুন-
আরো পড়ুনঃ ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার! মাধ্যমিক পাশ করলেই সবাই পাবে টাকা, কী করতে হবে দেখুন?
পশ্চিমবঙ্গের স্কুল ছুটির তালিকা
কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি 16 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলার প্রাথমিক বিদ্যালয় 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
মনে রাখবেন, এই নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
আরো পড়ুনঃ PhonePe থেকে টাকা পাঠাচ্ছেন তো ঠিকই, কিন্তু ATM কার্ডের এই নিয়মটা জানেন তো?
পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা
পশ্চিমবঙ্গে 2024 সালের গ্রীষ্মকালীন ছুটি 6 মে থেকে 2রা জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সরকারি ছুটির দিন এবং রবিবার বাদে মোট 22 দিনের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এই সময়ের মধ্যে স্কুলগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এবার তার একদিন বাদে ভোটের রেজাল্ট। সেই উপলক্ষ্যে রাজ্য সরকার আবার ছুটি দেবে কিনা, সেটাই দেখার।