গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সদ্য চলে যাওয়া নারী দিবসের দিন মস্ত বড় চমক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি ঘোষণা করেন বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও ১০০ টাকা করে কমানো হচ্ছে

এর ফলে দেশের অন্যান্য জায়গার মত পশ্চিমবঙ্গেও সস্তা হয়েছে বাড়ির রান্নার গ্যাস। বর্তমানে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির একটি এলপিজি সিলিন্ডার ৮২৯ টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু রান্নার গ্যাসের দাম নিয়ে এবার এল আরও বড় চমক।

গত ১৯ অগস্ট, ২০২৩ তারিখ শেষবার সাধারণ এলপিজি সিলিন্ডারের ২০০ টাকা দাম কমানো হয়েছিল। তার প্রায় সাত মাস পর গত ৮ মার্চ, ২০২৪ তারিখ আবার দাম কমেছে বাড়ির রান্নার গ্যাসের ফলে গরিব ও মধ্যবিত্তরা স্বাভাবিকভাবেই খুশি। কিন্তু জানেন কি এক বিশেষভাবে এই রান্নার গ্যাস বুক করলে আপনি আরও ৮০ টাকা ছাড় পাবেন! অর্থাৎ কলকাতার গ্রাহকরা প্রায় ৭৫০ টাকার আশেপাশে পাবেন তাঁদের রান্নার গ্যাস সিলিন্ডার!

বাড়ির রান্নার গ্যাস বুকিংয়ের জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে মানুষজন মূলত সরবরাহ প্রদানকারী সংস্থার টোল ফ্রি নম্বরে ফোন করে গ্যাস বুক করে থাকে। তবে কেউ কেউ আজও ডিলারের অফিসে গিয়ে গ্যাস বুক করেন। সংখ্যায় অল্প হলেও ধীরে ধীরে অনলাইনে অর্থাৎ সংশ্লিষ্ট সরবরাহ প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে ঢুকে গ্যাস বুক করার চল বাড়ছে। কিন্তু এবার থেকে আপনি Airtel Thanks App-এর সাহায্যেও এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন। আর সেটা করলেই আরও ৮০ টাকা কম দামে কিনতে পারবেন রান্নার গ্যাস

কীভাবে রান্নার গ্যাস সিলিন্ডারে আরও ৮০ টাকা ছাড় পাওয়া যাবে?

আসলে Airtel Thanks App দিয়ে আপনি এলপিজি সিলিন্ডার বুক করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। বাংলায় এই মুহূর্তে রান্নার গ্যাসের যা দাম তাতে আপনার সঠিকভাবে ৮২.৯০ টাকা ক্যাশব্যাক পাওয়ার কথা। এই ভাবেই রান্নার গ্যাসে ৮০ টাকা ছাড় পেতে পারেন কলকাতার গ্রাহকরা। এর জন্য নিম্নলিখিত উপায়ে রান্নার গ্যাস বুক করুন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(1) Airtel Thanks App খুলে প্রথমে PAY সেকশনে যান।

(2) এরপর Recharge & Pay Bills অপশনে গিয়ে Book Cylinder অপশনে ক্লিক করুন।

(3) এবার সেখানে Operator সিলেক্ট করে গ্রাহক নম্বর বা নিজের রেজিস্টার মোবাইল নম্বর বা অন্যান্য গ্রাহক তথ্য প্রদান করুন। এরপর Proceed অপশানে ক্লিক করুন।

(4) শেষ ধাপে টাকা দেওয়ার পালা। এর জন্য Pay Now অপশনে যেতে হবে। সেখানে এয়ারটেল-অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করলে গ্যাস সিলিন্ডারের দামের উপর ১০% ক্যাশব্যাক পাবেন।

এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন শুধুমাত্র Airtel Thanks App দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করলে হবে না, আপনাকে Airtel-Axis Bank credit card-এর মাধ্যমে এলপিজি সিলিন্ডারের অগ্রিম দাম মেটাতে হবে। তবেই এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 CAA আর NRC কি একই? এতে কি কারো নাগরিকত্ব যাওয়ার ভয় আছে?

👉 মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে? জানা গেল তারিখ

👉 ২ এর বেশি সন্তান থাকলে সরকারি চাকরি পাবে না উক্ত রাজ্যের বাসিন্দারা

👉 জিওর পর আর ১ বড় চমক আম্বানির, এটি এনে আবার সবাইকে চমকে দিলেন

👉 সারা দেশে চালু হয়ে গেল CAA, এবার কী হবে?

Leave a Comment