PNB-এর গ্রাহকদের আর কোথায় যেতে হবেনা, এবার ঘরে বসেই পাওয়া যাবে এই সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) আপনার অ্যাকাউন্ট আছে? তাহলে এই সুখবর আপনার জন্য। কারণ এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ পরিষেবা। আসুন বিশদে গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।

গত ১ ডিসেম্বর থেকে PNB-এর গ্রাহকরা আর গুরুত্বপূর্ণ mPassbook অ্যাপ ব্যবহার করতে পারছেন না। কারণ তাদের এই অ্যাপটি বন্ধ করে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই mPassbook অ্যাপের সাহায্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটালি মুহূর্তের মধ্যে পেয়ে যেতেন, যেকোনও সময় দেখতেও পেতেন।

এখান থেকে লেনদেনের মিনি স্টেটমেন্ট, ট্রানজাকশন হিস্ট্রি, এমনকি প্রয়োজন মনে করলে যে কোন‌ও সময় অ্যাকাউন্টে লেনদেনের PDF ফাইল ডাউনলোড করে নেওয়া যেত। কিন্তু সেটাই ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গেল।

তবে mPassbook অ্যাপ বন্ধ করে দেওয়া হলেও এর বিকল্প হিসেবে চালু হয়েছে PNB One অ্যাপ। এতে mPassbook-এর যাবতীয় সুবিধা দেওয়া আছে, সঙ্গে অতিরিক্ত অন্যান্য পরিষেবাগুলো তো আছেই। অর্থাৎ PNB One অ্যাপের মধ্যে গ্রাহকরা বাড়িতে বসেই যাবতীয় পরিষেবা পেয়ে যাচ্ছেন।

PNB-এর যে সকল গ্রাহক ইতিমধ্যেই PNB One অ্যাপ ব্যবহার করেন তাঁরা প্রয়োজনে অ্যাকাউন্ট স্টেটমেন্টের পিডিএফ ডাউনলোড করাই হোক বা মিনি ট্রানজ্যাকশন দেখা, সবকিছুই বাড়িতে বসেই করে ফেলতে পারেন। তবে যে গ্রাহকরা এখনও PNB One অ্যাপ ডাউনলোড করেননি তাঁদের জন্য কীভাবে কী করতে হবে তা তুলে ধরা হল।

কীভাবে PNB One অ্যাপের ভিতর mPassbook ব্যবহার করবেন?

যদি এর আগে PNB One অ্যাপ ব্যবহার না করে থাকেন তবে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১/১১: প্রথমে PNB One অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। এরপর ওপেন করে New User অপশনে ক্লিক করুন।

২/১১: এবার অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে নির্দিষ্ট জায়গায়। এবার মোবাইল ব্যাঙ্কিং অথবা উভয় (ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং) এই দুটি অপশনের মধ্যে কোন‌ও একটি বেছে নিন। আপনি কী চাইছেন সেটা ভাল করে চিন্তা করে নিয়েই এই অপশন নির্ধারণ করুন।

৩/১১: এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটা নির্দিষ্ট জায়গায় বসান।

৪/১১: পরের ধাপে তিনটি বিকল্পের মধ্যে থেকে কোন‌ও একটি বেছে নিতে হবে-

i) ডেবিট কার্ড ব্যবহার করে রেজিস্টার ii) ডেবিট কার্ড ছাড়া রেজিস্টার iii) আধার ওটিপি ব্যবহার করে রেজিস্টার

৫/১১: ডেবিট কার্ড ব্যবহার করে রেজিস্টারের জন্য নিজের লিঙ্ক করা কার্ড এবং পিন নম্বর লিখুন। ডেবিট কার্ড ছাড়া রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টের তথ্য-সহ নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে।

৬/১১: এবার লগইন/ লেনদেনের পাসওয়ার্ড এবং TPIN তৈরি করুন।

৭/১১: আপনার কাছে ইউজার আইডি সহ লগইনের ডিটেলস জানিয়ে একটি মেসেজ আসবে।

৮/১১: এবার Sign in অপশনে ক্লিক করুন।

৯/১১: এবার নিজের User Id দিয়ে MPIN তৈরি করুন। তারপর PNB One-এ লগইন করতে হবে।

১০/১১: PNB One-এ লগ‌ইনের পর স্ক্রল করে নিচে নামলে Other Services অপশন পাবেন। তার মধ্যে ঢুকলে mPassbook অপশন দেখতে পাবেন।

১১/১১: mPassbook অপশনে গিয়ে আপনি আগের অ্যাপের মতই যাবতীয় কাজ সারতে পারবেন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! এই কাজটা না করলে PPF, NPS, SSY সব বন্ধ হয়ে যাবে

👉 লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১২০০ টাকা পাবেন, তবে এই কাগজ থাকতেই হবে

👉 যা হবে লোকসভা ভোটের পর! এটা হলে কেন্দ্রীয় কর্মচারীদেরই সুবিধা

👉 ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে টাকা উধাও হয়ে যাবে! কোন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন কি?

👉 ১ লাখ বা ২ লাখ টাকা না! পোস্ট অফিসের এই স্কিমে আরো বেশি টাকা পাবেন

Leave a Comment