বাংলা নতুন বছরের আগেই সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য। বাংলা নববর্ষ ইংরেজির এপ্রিল মাসে পড়ে। আর সেই মাস থেকেই আরও বেশি করে মাসিক বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এই নিয়ে এবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল। অর্থাৎ বিষয়টি একেবারে চূড়ান্ত। ফলে আগামী মাস থেকে বর্ধিত বেতন পেতে চলেছেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা।
গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হবে। সেই মত এবার নবান্ন থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি হল।
মার্চ মাস থেকেই এই বেতন বৃদ্ধি পাচ্ছে, যা এপ্রিল মাসে প্রথম বর্ধিত বেতন হাতে পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এর ফলে রাজ্যের প্রায় দুই লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হতে চলেছেন সরকারের এই সিদ্ধান্তে, এতে তাঁরা সকলেই খুশি।
উল্লেখ্য মাসিক বেতন বৃদ্ধির আগেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল ২০২৪ সালের একেবারে প্রথমের দিকে। কলকাতা পুলিশের মত রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও ৫,৩০০ টাকা করে অ্যাড হক বোনাস দেওয়া হয় এই বছর। এর আগে তাঁরা বোনাস পেতেন ২০০০ টাকা করে। অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার ৩,৩০০ টাকা বোনাস বাড়িয়েছে।
পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শুধু তাই নয় সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ১০% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ২০% সংরক্ষণ করা হচ্ছে।
এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। উল্লেখ্য এই ক্ষেত্রে প্রথম নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সিদ্ধান্ত হয়েছে জুনিয়র কনস্টেবল তৈরি করা হবে সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের স্থায়ী চাকরি দেওয়ার জন্য।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ব্যাঙ্ক থেকে ধীরে ধীরে টাকা উধাও হয়ে যাবে! কোন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে জানেন কি?
👉 লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন
👉 ১ লাখ বা ২ লাখ টাকা না! পোস্ট অফিসের এই স্কিমে আরো বেশি টাকা পাবেন
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! এই কাজটা না করলে PPF, NPS, SSY সব বন্ধ হয়ে যাবে
👉 লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১২০০ টাকা পাবেন, তবে এই কাগজ থাকতেই হবে