স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশে সরকারি কোন চাকরিগুলো পাওয়া যায়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আপনি কি গ্র্যাজুয়েশন পাশ করেছেন?
  • আপনি কি জানতে চাইছেন যে গ্র্যাজুয়েশন পাশে কি কি জব পাওয়া যায়?
  • আপনি কি গ্র্যাজুয়েশন পাশে সরকারি জব খুঁজছেন?

যদি এই প্রশ্নগুলির উত্তর আপনার হ্যাঁ হয়। তাহলে পোষ্ট টি আপনার জন্য।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক করার পর আমাদের সকলের মনেই প্রশ্ন আসে যে, গ্র্যাজুয়েশন পাশে কি কি চাকরি পাওয়া যায়? কিন্তু কেউ যদি গ্র্যাজুয়েশন পাশ করার পরেই, যদি কোন সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করে, তাহলে সে অন্যদের তুলনায় সে অনেকটাই এগিয়ে যাবে। বাস্তবে, কিন্তু এমনটা খুব কম ছেলে-মেয়েকে দেখা যায়।  

গ্র্যাজুয়েশন পাশে সরকারি কোন জবগুলো পাওয়া যায়?

আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে, গ্র্যাজুয়েশন পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? তার আগে আমরা জেনে যে, সরকারি চাকরি কয় প্রকারের হয়?

সাধারণত, সরকারি চাকরি দুই ধরনের হয়। যেমন- কেন্দ্রীয় লেভেলের সরকারি চাকরি, রাজ্য লেভেলের সরকারি চাকরি।

আপনাদের সামনে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের সরকারি সব চাকরিগুলি একসাথে নিচে উপস্থাপন করা হল

১) উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) ডেটা এন্ট্রি অপারেটর

৩) পোস্টাল অ্যাসিস্ট্যান্ট

৪) B.D.O ও S.D.O অফিসার

৫) জয়েন্ট বিডিও অফিসার

৬)  পি.এস.সি ক্লার্ক

৭) I.A.S ও I.P.S অফিসার

৮) WBP SI

৯) কলকাতা SI

১০) হাইকোর্ট ক্লার্ক

১১) রেলওয়ে গ্রুপ-C, D

১২) SSC মাল্টি টাস্কিং স্টাপ

১৩) WBPSC ক্লার্কশিপ

১৪) রেলওয়ের টিটি

১৫) কৃষি প্রযুক্তি সহায়ক

১৬) বনবিভাগে ডেপুটি রেঞ্জার/ফরেস্টা অফিসার

১৭) স্টেশন মাস্টার

১৮) অডিট অ্যান্ড অ্যাকাউন্টস

১৯) ব্যাঙ্কে অফিসার

২০) অ্যাকাউন্ট্যান্ট অফিসার

২১) স্কুল ইন্সপেক্টর

  • আপনি কি এখনো পর্যন্ত জবের প্রস্তুত নিতে শুরু করেন নি?
  • আপনি কি ভাবছেন জবের প্রস্তুত নিতে শুরু করবো?

যদি এই দুটি প্রশ্নের উত্তর আপনার হ্যাঁ হয়।

তাহলে এই উপরক্ত চাকরিগুলোর মধ্যে আপনি কোন চাকরিটা করতে ইচ্ছুক,সেই চাকরিটা বেঁছে নিয়ে তার সম্পর্কে যেমন- নিয়োগ প্রক্রিয়্র, সিলেবাসটা, জবটার বেতন, জবটি আপনার জন্য উপযুক্ত কিনা এই সব তথ্যগুলির সম্পর্কে  আপনি আগে ভালোমতো জেনে নিন, দিয়ে সেই চাকরিটির জন্য প্রস্তুত নিতে শুরু করুন।  

Leave a Comment