Ayushman Bharat: এখন ৫ লাখ টাকার বদলে মিলবে ১০ লাখের সুবিধা, শুধু এই কাগজগুলি দেখালেই হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশে চিকিৎসার খরচ যেন দিনের পর দিন বেড়েই চলেছে। বড় ধরনের কোনও অসুখ হলে সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা করা কার্যত কঠিন হয়ে দাঁড়ায়। আর এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সাধারণ মানুষের কাছে বিরাট আশীর্বাদ।

আগে এই প্রকল্পে প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভার দেয়া হত। তবে এবার এই কভার মিলতে পারে ১০ লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ, গুরুতর অসুখে চিকিৎসায় বহু পরিবার আর্থিক সুবিধা পাবে এই প্রকল্পের আওতায়। তবে এই বাড়তি সুবিধা পাওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে।

কী এই আয়ুষ্মান ভারত প্রকল্প?

আয়ুষ্মান ভারত PMJAY কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। যার উদ্দেশ্য হল দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া। এই প্রকল্পের আওতায়—

  • বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার করা হয়। যদিও এখন নির্দিষ্ট পরিবার ১০ লক্ষ টাকা কভার পাবে।
  • সারা দেশে হাজার হাজার এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসা করা হয়। 
  • গুরুতর, সেকেন্ডারি বা টারশিয়ারি পর্যায়ের সমস্ত চিকিৎসা এই প্রকল্পের অন্তর্ভুক্ত। 
  • আগে থেকেই থাকা রোগ কভার করা হয় এই প্রকল্পের আওতায়।

কারা এই প্রকল্পের সুবিধা পায়?

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা হল ফ্যামিলি সাইজের কোনওরকম সীমা নেই। অর্থাৎ, পরিবারে যত সদস্য থাকুক, সবাই এই স্কিমের আওতায় সুবিধা পাবে। সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা, দাদু দিদা, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি এমনকি পরিবারের সঙ্গে থাকা নির্ভরশীল যেকোনও ব্যক্তি এই স্কিমের আওতায় সহায়তা নিতে পারবে।

৭০ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত টপ আপ

বলাবাহুল্য, গত বছর প্রকল্পে একটি বড়সড় আপডেট আনা হয়। যে পরিবার আয়ুস্মান ভারতের আওতায় রয়েছে, সেই পরিবারের যদি কোনও সদস্যের বয়স ৭০ বছর কিংবা তার বেশি হয়, তাহলে তিনি অতিরিক্ত ৫ লক্ষ টাকার স্বাস্থ্য কভার পাবে। অর্থাৎ, পরিবারের মোট স্বাস্থ্য বীমার কভার দাঁড়াবে ১০ লক্ষ টাকা।

তবে এই বাড়তি ৫ লক্ষ টাকা পাওয়ার জন্য কিছু নথি প্রয়োজন হয়। সেগুলি হল—

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ব্যক্তির বয়স ৭০ বছর বা তার বেশি হতে হবে। তার জন্য আধার কার্ড দিতে হবে।
  • আধারের সঙ্গে eKYC নতুন করে আপডেট করতে হবে।
  • আর কোনও অতিরিক্ত কাগজপত্র লাগে না। 

আরও পড়ুনঃ ৩০ নভেম্বর লাস্ট ডেট! এই ৩ টি কাজ বাকী থাকলেই আজই সেরে ফেলুন

তাই আপনি যদি ৭০ বছর বা তার বেশি বয়সী হয়ে থাকেন বা আপনার পরিবারে কোনও বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে মোটেও ভুলবেন না। কারণ, ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার করা হবে এবার থেকে এই প্রকল্পে।

Leave a Comment