৩০ নভেম্বর লাস্ট ডেট! এই ৩ টি কাজ বাকী থাকলেই আজই সেরে ফেলুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নভেম্বর মাস প্রায় শেষের পথে। তবে ডিসেম্বর মাস শুরুর আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের সময় সীমা শেষ হচ্ছে। বিশেষ করে তিনটি বড় বড় সরকারি কাজের ডেডলাইন আগামী ৩০ নভেম্বর। যেগুলি না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির উপর।

১) ইউনিফাইড পেনশন স্কিম (UPS) বাছার সময় সীমা

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য শেষ তারিখ নির্ধারণ করেছে আগামী ৩০ নভেম্বর। আগে এই ডেডলাইন নির্ধারণ করা ছিল ২ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু পরে তা দু’মাস বাড়িয়ে দেওয়া হয় এবং নভেম্বরের শেষ দিন পর্যন্ত করা হয়েছে।

বলে রাখি, ইউনিফাইড পেনশন স্কিমটি পুরনো পেনশন স্কিম বা এনপিএস থেকে সম্পূর্ণ আলাদা। আর সকল কেন্দ্র সরকারি কর্মচারীদের এই সময়ের মধ্যেই নিজেদের পছন্দের স্কিম বেছে নিতে হবে। তাই যারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি, তাদের জন্য এটাই শেষ সুযোগ হতে চলেছে।

২) পেনশনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া

প্রতিবছর পেনশন পাওয়ার জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। আর এ বছর সেই সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। ব্যাঙ্ক থেকে শুরু করে ডাকঘর বা যেকোনও ডিজিটাল জীবন প্রমাণ কেন্দ্রের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। তাই যদি সময় মতো লাইফ সার্টিফিকেট জমা দেন, তাহলে মাসিক পেনশন বন্ধ হতে পারে।

৩) ট্যাক্স সংক্রান্ত কাজের ডেডলাইন

করদাতাদের জন্য ৩০ নভেম্বর জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু কাজের ডেডলাইন। এই তারিখের মধ্যে শেষ করতে হবে জরুরী ট্যাক্স ফাইলিং। এছাড়া অক্টোবর ২০২৫ এর জন্য টিডিএস সংক্রান্ত স্টেটমেন্ট দাখিল করতে হবে। যে সেকশনগুলোর অধীনে স্টেটমেন্ট জমা দিতে হবে সেগুলি হল 194-IA, 194-IB, 194M এবং 194S।

আরও পড়ুনঃ জন্ম সার্টিফিকেটের সাথে আধার কার্ড জুড়ে দিন, দেখে নিন কীভাবে করবেন

জানিয়ে রাখি, সেকশন 92E এর রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। তাই যারা ট্রান্সফার প্রাইসিং রিপোর্ট জমা দিতে বাধ্য, তাদের জন্য আইটিআই ফাইলিং-ও ৩০ নভেম্বরের মধ্যেই করতে হবে। এর পাশাপাশি যেকোনও ইন্টারন্যাশনাল গ্রুপের ক্ষেত্রে সংবিধান সত্তাকে ফর্ম 3CEAA দাখিল করতে হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment