Airtel Recharge Plan: ৭৭ দিনের আনলিমিটেড কলিং ভ্যালিডিটি দিচ্ছে এয়ারটেল, মাত্র এত টাকার রিচার্জে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলিকম বাজারে দিনের পর দিন প্রতিযোগিতা যেন বেড়েই চলেছে। প্রতিদিন বড় বড় অপারেটররা গ্রাহকদের আকর্ষণ করতে নতুন নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং সুবিধা নিয়ে আসছে। আর সেই তালিকায় এবার নজর কাড়ল এয়ারটেলের এক কম দামি প্রিপেইড প্ল্যান, যা মাত্র ৪৮৯ টাকাতেই ৭৭ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

৪৮৯ টাকাতেই দীর্ঘ ভ্যালিডিটি

এয়ারটেলের এই বিশেষ প্রিপেইড প্ল্যানটি ৫০০ টাকার নিচে হওয়ায় বহু গ্রাহকের নজর কেড়েছে। এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন ৭৭ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ৬০০টি এসএমএস। তাই যারা বারবার রিচার্জ করতে চান না এবং একবার রিচার্জ করে দীর্ঘদিন ধরে কাটাতে চান, তাদের জন্য এটি খুবই সাশ্রয়ী এবং সেরা বিকল্প।

তবে হ্যাঁ, এই প্ল্যানে ডেটা খুব বেশি নেই। পুরো ৭৭ দিনের জন্য ৬জিবি ডেটা পাওয়া যাবে। মূলত যাদের স্বল্প পরিমাণে ডেটা দরকার হয় বা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। পাশাপাশি ভারী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত নয়। কিন্তু হালকা ব্রাউজিং, মেসেজিং বা প্রয়োজনীয় কাজের জন্য যথেষ্ট।

রয়েছে অতিরিক্ত সুবিধা

এয়ারটেলের ৪৮৯ টাকার এই রিচার্জ প্ল্যানে শুধুমাত্র কলিং, এসএমএস বা ডেটা নয়, বরং অতিরিক্ত কিছু ডিজিটাল বেনিফিটও দেওয়া হচ্ছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল হ্যালো টিউনসের সুবিধা Spam alerts এবং Perplexity AI Pro-এর ফ্রি অ্যাক্সেস। অর্থাৎ, কম খরচে শুধুমাত্র ফোন পরিষেবা নয়, বরং সাথে স্মার্ট ডিজিটাল ফিচারও মিলবে।

আরও পড়ুনঃ এখন ৫ লাখ টাকার বদলে মিলবে ১০ লাখের সুবিধা, শুধু এই কাগজগুলি দেখালেই হবে

কাদের জন্য সেরা এই প্ল্যান?

বিশেষ করে যারা কম দামে দীর্ঘমেয়াদী রিচার্জ করতে চান অর্থাৎ একবার রিচার্জ করে দীর্ঘদিন ধরে কাটাতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে সেরার সেরা বিকল্প। পাশাপাশি যারা ইন্টারনেট কম ব্যবহার করেন, কিন্তু কলিং বা এসএমএস-এর জন্য রিচার্জ করতে চান, তাদের জন্যও এই প্ল্যানটি দারুন অপশন। তাই আজই ৪৮৯ টাকা মুল্যের এই ধামাকদার প্ল্যানটি রিচার্জ করুন এবং ৭৭ দিন আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন।

Leave a Comment