করদাতাদের জন্য এবার বাধ্যতামূলক নিয়ম আনা হল। প্যান কার্ডের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে। কিন্তু অনেকেই জানে না যে, প্যান কার্ড বা ও আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। আবার অনেকে ভাবেন যে, লিঙ্ক না করলেও হবে। কিন্তু মাত্র একটি এসএমএস পাঠিয়েই আপনি জানতে পারবেন যে, আপনার প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত।
কেন প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা জরুরী?
আসলে প্যান কার্ড আপনার ট্যাক্স সম্পর্কিত মূল পরিচয়পত্র, আর আধার কার্ড হল নিজের পরিচয়পত্র। সরকার বলছে, দুটো নথি একে অপরের সঙ্গে লিঙ্ক যদি না থাকে, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এমনকি ট্যাক্স রিফান্ড বন্ধ হয়ে যেতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন বন্ধ হবে। এমনকি বিনিয়োগ সংক্রান্ত কাজ আটকে যাবে।
কীভাবে মেসেজের মাধ্যমে জানতে পারবেন Pan-Aadhaar লিঙ্ক রয়েছে কিনা?
এখন আর ওয়েবসাইটে লগইন বা ওটিপি ভেরিফিকেশনও করতে হয় না। শুধুমাত্র একটি মেসেজ পাঠালেই আপনি ঘরে বসে জানতে পারবেন আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনাকে ফোনের মেসেজ অ্যাপটিকে খুলতে হবে।
- এরপর UIDPAN <স্পেস> <12-সংখ্যার আধার নম্বর> <স্পেস> <10-সংখ্যার প্যান নম্বর> ফরম্যাটে আপনাকে টাইপ করতে হবে।
- এরপর সেই মেসেজটি 567678 অথবা 56161 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
- কয়েক সেকেন্ড পরেই আপনি একটি রিপ্লাই পাবেন।
- লিঙ্ক করা থাকলে তাহলে আপনার কাছে “Your PAN is already linked with Aadhaar.” মেসেজ আসবে।
- যদি লিঙ্ক করা না থাকে, তাহলে আপনার কাছে “Your PAN is not linked with Aadhaar.” মেসেজ আসবে।
Pan-Aadhaar লিঙ্ক না থাকলে কী করবেন?
যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, তবে আপনি অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই লিঙ্ক করে নিতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে পারেন—
- প্রথমে আপনাকে আইকর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.incometax.gov.in/iec/foportal যেতে হবে।
- এরপর হোমপেজে গিয়ে “Link Aadhaar” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর ইনপুট করতে হবে।
- এরপর ওটিপি ভেরিফিকেশনের পর লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুনঃ বাড়ল রিচার্জের খরচ! চুপিসারে জনপ্রিয় সস্তার প্ল্যান বন্ধ করল এয়ারটেল
আপনি চাইলে এসএমএসের মাধ্যমেও লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনাকে আগের মতই এসএমএস করে লিঙ্ক করতে হবে। শুধুমাত্র 567678 অথবা 56161 নম্বরে টাইপ করতে হবে UIDPAN <12-digit Aadhaar> <10-digit PAN>। এটি করলেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
