SIR Enumeration Online Form: অনলাইনেই হবে এনুমারেশন ফর্ম ফিলাপ! কীভাবে করবেন দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এবার বিরাট খবর। কারণ, এখন থেকে আর বুথে বা সরকারি অফিসে গিয়ে দৌড়ঝাপ করতে হবে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন SIR এর জন্য এনুমারেশন ফর্ম ফিলাপ। হ্যাঁ, নির্বাচন কমিশনের তরফ থেকে এবার সরাসরি অনলাইনের মাধ্যমে এই পরিষেবা চালু করা হয়েছে। গত ৮ নভেম্বর থেকে চালু হয়েছে এই পরিষেবা। কিন্তু কীভাবে করবেন তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

এনুমারেশন ফর্ম কী?

জানিয়ে রাখি, এনুমারেশন ফর্ম হল এমন একটি ফর্ম, যার মাধ্যমে ভোটার তালিকায় নিজের নাম যুক্ত, সংশোধন কিংবা যাচাই করা হয়। এতদিন পর্যন্ত এই প্রক্রিয়া শুধুমাত্র অফলাইনের মাধ্যমে চলছিল। তবে এবার ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে তা অনলাইনে করা সম্ভব হচ্ছে। 

কী কী জিনিস দরকার?

অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য আগে থেকে কিছু জিনিস নিজের কাছে রাখতে হবে। তা হল সাম্প্রতিক স্টাম্প সাইজের রঙিন ছবি, নিজের ভোটার আইডি কার্ডের নম্বর এবং আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর।

কীভাবে করবেন ফর্ম পূরণ?

অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের জন্য প্রথমে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর আপনাকে উপরের ডান দিকে থাকা “Fill Enumeration Form” অপশনটিতে ক্লিক করতে হবে। তবে যদি আগে অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই সাইন আপ করে নিয়ে মোবাইল নম্বর, ইমেল আইডি ও ক্যাপচা কোড দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে। সেটি দিয়ে লগইন করতে হবে। তারপর এপিক নম্বর ও বিধানসভাড় তথ্য দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কী করবেন?

অনেকের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই। তবে এর জন্য চিন্তার কোনও কারণ নেই। খুব সহজেই তা করে নিতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে “Click Here” অপশনে গিয়ে “Apply for correction” অপশনটিতে নির্বাচন করুন।
  • এরপরে শুধু আপনার মোবাইল নম্বরটি লিখে সাবমিট করে দিন।
  • তারপর ওটিপি দিয়ে e-Signature অপশনটাতে ক্লিক করুন। দু’মিনিটের মধ্যেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে।

তিনটি ধাপের মধ্যে বাছতে হবে একটি

তবে এক্ষেত্রে বলে রাখি, অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য আপনি সামনে তিনটি বিকল্প পাবেন। আপনাকে নীচের যে কোনও একটি ধাপ বেছে নিতে হবে। সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকলে

  • যদি আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকে, তাহলে প্রথম অপশনটিকে বেছে নিতে হবে।
  • এরপর আপনার বিধানসভা, পোলিং স্টেশন এবং সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করতে হবে। 
  • এবার যদি সব সঠিক থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে এবং এগিয়ে যেতে হবে।
  • এরপর জন্ম তারিখ, আধার নম্বর, বাবা-মা কিংবা স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে।
  • শেষে ঠিকানা লিখে সাবমিট করে দিতে হবে।

আপনার নাম না থাকলে

  • যদি ২০০২ এর লিস্টে আপনার নাম না থাকে, তাহলে দ্বিতীয় অপশনটিকে বেছে নিতে হবে। 
  • সেক্ষেত্রে আপনার বাবা-মা, ঠাকুরদা কিংবা ঠাকুমার ২০০২ সালে তথ্য দিয়ে সার্চ করতে হবে। 
  • এরপর তার সঙ্গে কী সম্পর্ক, সেটি সিলেক্ট করতে হবে।
  • এরপর তথ্য সঠিক হলে টিক দিয়ে এগিয়ে যেতে হবে।
  • এরপর নিজের তথ্য পূরণ করে ছবি আপলোড করে দিতে হবে।

কারোর নাম না থাকলে

  • যদি ২০০২ সালের লিস্ট কারোর নামই না থাকে, তাহলে তৃতীয় অপশনটিকে বেছে নিতে হবে। 
  • তবে এখানে ২০০২ সালের কোনও তথ্য দেবেন না। 
  • এরপর সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে ছবি আপলোড করতে হবে।
  • এক্ষেত্রে কোনও ডকুমেন্ট আপলোডের প্রয়োজন নেই। বিএলও আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।

আরও পড়ুনঃ ১ নভেম্বর থেকে বদলে গিয়েছে ব্যাঙ্ক KYC-র নিয়ম! ব্যাঙ্ক থেকে টাকা তুললে অবশ্যই জানুন

তবে উল্লেখ করার বিষয়, যদি আপনার আধার ও ভোটার কার্ডে নামের বানানের পার্থক্য থাকে, তাহলে অনলাইনে আবেদন করা যাবে না। সরাসরি আপনার এলাকার বিএলঅ’র সঙ্গে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Leave a Comment