বর্তমান সময়ে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড, প্রত্যেকেরই হাতে রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই সমস্ত নথি কি আদৌ ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র? বহু মানুষের ধারণা হয়তো, হ্যাঁ। তবে কেন্দ্রীয় সরকারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার নাগরিকত্বের প্রমাণ নথি নয়। তাহলে কোনটি?
ভোটার তালিকা যাচাই এবং নতুন নির্দেশিকা
গত ২৪ জুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, দেশজুড়ে এবার স্পেশাল ইনটেনসিভ ডিভিশন বা এসআইআর (SIR) চালু হবে। আর এই প্রক্রিয়ায় ভোটার তালিকা খতিয়ে খতিয়ে দেখা হবে। বিহারে এই যাচাইয়ের সময় বাংলাদেশ, মায়ানমার বা নেপালের বহু নাগরিকের নাম পাওয়া গিয়েছে বলে কমিশনের বক্তব্য। তাই আশঙ্কা করা হচ্ছে, অন্যান্য রাজ্যেও এরকম ছবি ধরা পড়তে পারে।
উল্লেখ্য, তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিতে হলে নাগরিকত্ব যাচাই করা সবথেকে গুরুত্বপূর্ণ। আর সেখানেই উঠছে বড়সড় প্রশ্ন। ঠিক কোন কোন ডকুমেন্ট দিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ যাচাই করা যাবে?
নাগরিকত্ব প্রমাণের নথি তাহলে কী?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার শুধুমাত্র পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। একইসঙ্গে রেশন কার্ড বা ভোটার আইডি, কোনোটি দ্বারায় নাগরিকত্বের নিশ্চিত তথ্য বলা যাচ্ছে না।
এদিকে গত ১০ জুলাই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিচার করা যাবে কিনা সে বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখতে।
নাগরিকত্বের প্রমাণে লাগবে এই ৪ নথি
সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে গেলে অবশ্যই গুরুত্বপূর্ণ চারটি নথি থাকা জরুরি।আর সেগুলি হল—
(1) জন্ম সার্টিফিকেট- জন্মের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করতে এটি সবথেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করবে। তবে এর সঙ্গে নির্দিষ্ট কিছু শর্ত যোগ থাকবে।
(2) পাসপোর্ট- যদি আপনার হাতে বৈধ ভারতীয় পাসপোর্ট থাকে, তাহলে নাগরিকত্বের প্রমাণ আর আলাদা করে দিতে হবে না।
(3) ন্যাশনালিটি সার্টিফিকেট- প্রত্যেকটি রাজ্য সরকার এই সার্টিফিকেট ইস্যু করে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সার্টিফিকেট দিতে পারে।
(4) ন্যাচারালাইজেশন সার্টিফিকেট- বিদেশি নাগরিককে বিশেষ প্রক্রিয়ায় ভারতীয় নাগরিকত্ব যদি দেওয়া হয়, তাহলে এই সার্টিফিকেট তার জন্য মূল প্রমাণপত্র হয়ে দাঁড়ায়।
আরও পড়ুনঃ পুজোর আগেই সুখবর! ৩০০০ টাকা ভাতা বাড়ল রাজ্যের এইসব কর্মীদের
কেন এই তথ্য জরুরী?
আগামী বছর পশ্চিমবঙ্গ, বিহার, অসম, কেরালা, তামিলনাড়ু থেকে শুরু করে পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগে ভোটার তালিকা নিয়ে নতুন করে যাচাই শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে কোন নথি নাগরিকত্বের প্রমাণ, তা বোঝাই এখন দায় হয়ে পড়েছে।