নিয়মিত রেশন (Ration) তুলে যাচ্ছেন? কিন্তু আপনি কি জানেন, হঠাৎ করেই আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, কারণ ই-কেওয়াইসি যদি এখনো সম্পন্ন না করে থাকেন, তাহলে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আপনার রেশন।
এমনই ঘটনা ঘটছে রাজ্যের বহু পরিবারে। কারণ কেন্দ্র সরকার সম্প্রতি রেশন কার্ডের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করেছে। এখন থেকে সকল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
কেন ই-কেওয়াইসি জরুরী?
আসলে বহু বছর ধরে অভিযোগ উঠছে যে, দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো রেশন কার্ড তৈরি করা হচ্ছে। অনেক অযোগ্য মানুষ সরকারের রেশনের সুবিধা নিচ্ছে, আর প্রকৃত দরিদ্ররা বঞ্চিত থেকে যাচ্ছে। আর এই অনিয়ম রুখতেই এবার সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। আধার কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি করলে কার্ডধারীর সঠিক পরিচয় যাচাই করা যাবে। ফলে শুধুমাত্র যোগ্য নাগরিকরাই রেশনের সুবিধা পাবে।
আর যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য এখনো পর্যন্ত ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে রেশন কার্ড সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বিনামূল্যে রেশনের সুবিধা থেকেও বঞ্চিত হবেন।
ই-কেওয়াইসি কীভাবে করবেন?
সরকার নাগরিকদের সুবিধার্থে ই-কেওয়াইসি করার জন্য দু’রকম পদ্ধতি চালু করে রেখেছে। আপনি অনলাইনেও ই-কেওয়াইসি করতে পারবেন, আবার অফলাইনেও করতে পারবেন। আমরা দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করছি।
অফলাইন পদ্ধতি
অফলাইনে ই-কেওয়াইসি করার জন্য প্রথমে আপনাকে নিকটবর্তী কোনও রেশন ডিলারের কাছে যেতে হবে। এরপর সঙ্গে আপনার আধার কার্ড ও রেশন কার্ডের ফটোকপি রাখতে হবে। তারপর বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। কোনও সমস্যা হলে সেখানে সাহায্য নিতে পারেন।
আরও পড়ুন: স্ত্রীর সাথে খুলুন পোস্ট অফিসের এই অ্যাকাউন্ট! ৫ বছরে সুদ থেকে আয় হবে ২.৭০ লক্ষ টাকা
অনলাইন পদ্ধতি
অনলাইনে ই-কেওয়াইসি করার জন্য আপনাকে রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনার আধার কার্ড এবং রেশন কার্ডের নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর রেজিস্টার মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে।
তবে সরকার ইতিমধ্যেই একটি সময়সীমা ঘোষণা করে দিয়েছে। আর সেই সময়ের মধ্যে যদি ই-কেওয়াইসি না করেন, তাহলে সিস্টেম থেকে আপনার নাম সম্পূর্ণ হবে মুছে দেওয়া হতে পারে। ফলে আর কোনোরকম রেশন সামগ্রী পাবেন না। তাই সময় থাকতে থাকতে অবশ্যই ই-কেওয়াইসি সম্পন্ন করে নিন এবং সরকারি সুবিধা গ্রহণ করুন।