জিও, এয়ারটেল নাকি Vi! ২৯৯ টাকায় কোন কোম্পানি বেশি সুবিধা দিচ্ছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে মোবাইল রিচার্জ (Recharge Plan) করতে গিয়ে সাধারণ মানুষের পকেটে বিরাট চাপ পড়ছে। তবে মাত্র ২৯৯ টাকায় কোন টেলিকম সংস্থা বেশি পরিমাণে ডেটা দিচ্ছে? এই প্রশ্ন অনেক গ্রাহকের মধ্যেই ঘুরছে। ২০২৫ সালে দাঁড়িয়ে Jio, Airtel আর Vodafone Idea ২৯৯ টাকার প্ল্যান বাজারে চালু রেখেছে। তবে কে কাকে টেকা দিচ্ছে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।

জিওর ২৯৯ টাকার প্ল্যান

জিওর ২৯৯ টাকার প্ল্যানটি যারা দিনে বেশি পরিমাণে ডেটা ব্যবহার করে, তাদের জন্য একেবারে সেরা। কারণ এই প্ল্যানে আপনি পাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ২৮ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের ফ্রি অ্যাকসেস মিলবে।

তবে একটা কথা মাথায় রাখতে হবে। এই প্ল্যানে ৫জি ডেটার কোনোরকম সুবিধা নেই। যদিও জিও দেশের অনেক জায়গায় ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে। তবে ডেটার পরিমাণ আর বিনোদনের সুবিধার দিক থেকে জিও এই প্ল্যানে বেশ এগিয়ে থাকছে।

এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের প্ল্যানে আপনি পাবেন কিছুটা কম ডেটা। তবে এতে বাড়তি কিছু উপহার রয়েছে। হ্যাঁ, এয়ারটেলের এই প্ল্যানে আপনি প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন, ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন এবং আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস-এর সুবিধা পাবেন। তবে হ্যাঁ, এই প্ল্যানে ফ্রিতে Wynk Music, Hello Tunes, Apollo 24/7-এর সাবস্ক্রিপশন মিলবে। 

এয়ারটেলের নেটওয়ার্ক মূলত গ্রামাঞ্চলে ভালো কাজ করে। আর সেক্ষেত্রে অনেক জায়গায় জিও কিংবা Vi পিছিয়ে পড়ে। তাই যারা অতিরিক্ত ডেটা না চাইলেও ভালো কানেকশন আর কিছুটা উন্নত মানের অ্যাপের সাবস্ক্রিপশন চান, তাদের জন্য এয়ারটেলের প্ল্যান একেবারে সেরা বিকল্প।

Vi-র ২৯৯ টাকার প্ল্যান

Vi-র এই প্ল্যান হয়তো ডেটা কম পাবেন, কিন্তু বোনাস দেখলে চমকে উঠবেন। কারণ এই প্ল্যানে মিলবে প্রতিদিন ১ জিবি করে ডেটা, ২৮ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। তবে সবথেকে বড় ব্যাপার, প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন এবং Weekend Data Rollover-এর সুবিধাও পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যারা রাতে সিনেমা দেখেন বা বড় বড় ফাইল ডাউনলোড করে, তাদের জন্য Vi-র এই প্ল্যানটি একেবারে সেরা বিকল্প। তবে একটা খামতি থাকছে। Vi এখনো পর্যন্ত ৫জি পরিষেবা চালু করতে পারেনি এবং কিছু কিছু অঞ্চলে Vi-এর পরিষেবা অত্যন্ত দুর্বল।

আরও পড়ুন: ATM থেকে তুলে নেওয়া হবে সব ৫০০ টাকার নোট! কী নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক?

কোনটা আপনার জন্য সেরা?

যারা স্ট্রিমিং করেন বা গেম খেলেন বা সারাদিন অনলাইনে থাকেন, তাদের জন্য জিওর ২৯৯ টাকার প্ল্যানটি একেবারে সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে ডেটা বেশি পাওয়া যাচ্ছে। তবে আপনি যদি নির্ভরযোগ্য নেটওয়ার্ক চান এবং সঙ্গে কিছু বাড়তি সুবিধা চান, সেক্ষেত্রে এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানটি সেরা। আবার যদি রাত জেগে ডেটা ইউজ করেন, তাহলে Vi-র প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প।

Leave a Comment