শেষমেষ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (WBPSC Miscellaneous 2025) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল। যারা বহুদিন ধরে এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য দারুণ সংবাদ। কিন্তু কবে হবে পরীক্ষা? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
কবে হবে এই পরীক্ষা?
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ১১/২৩ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী জানিয়েছে, এবার এই ফাইনাল পরীক্ষা ৩১ আগস্ট, ২০২৫ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে। আর পরীক্ষাটি হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাডমিট কার্ডেই উল্লেখ করে দেওয়া হবে।
দেখে নিন রুটিন
প্রসঙ্গত, এটি হবে একদিনের পরীক্ষা, যেখানে তিনটি আলাদা আলাদা পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে ইংরেজি ভাষা, যে পরীক্ষাটি হবে সকাল ন’টা থেকে ১০ঃ৩০ পর্যন্ত। দ্বিতীয় পরীক্ষাটি হবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি যেকোনো একটি ভাষার উপরে। আর এই পরীক্ষাটি হবে ১১:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত।
তৃতীয় পেপারটি হবে জেনারেল স্টাটিজ ও অ্যারিথমেটিকের উপরে। আর এই পরীক্ষাটি হবে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে হ্যাঁ, প্রতিটি পরীক্ষা হবে লিখিত। তাই প্রস্তুতির সময় শুধুমাত্র পড়াশোনা নয়, বরং লিখেও প্র্যাকটিস করা উচিত।
শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিন
যেহেতু আর হাতে গোনা কয়েকটি সপ্তাহ বাকি, তাই পরিকল্পনা ছাড়া এগোনো বুদ্ধিমানের কাজ হবে না। প্রথমত প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা সময় ভাগ করে নিন এবং সবথেকে বেশি সময় দিন তিন নম্বর পেপারে। কারণ এটি সবথেকে দীর্ঘ এবং তথ্য নির্ভর।
দ্বিতীয়ত, প্রতিনিয়ত মক টেস্ট দিন এবং ঘড়ি ধরে ধরে পেপার শেষ করার অভ্যাস তৈরি করে ফেলুন। প্রশ্নপত্রের স্টাইল মাথায় রেখে স্টাটেজি তৈরি করতে হবে। এর পাশাপাশি পরীক্ষার সপ্তাহখানেক আগে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। কারণ অ্যাডমিট কার্ড প্রকাশের সঙ্গে সঙ্গেই ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
আরও পড়ুন: জিও, এয়ারটেল নাকি Vi! ২৯৯ টাকায় কোন কোম্পানি বেশি সুবিধা দিচ্ছে?
কেন এই পরীক্ষা গুরুত্বপূর্ণ?
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এই মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা যদি নির্বাচিত হয়, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার সুযোগ থাকে। তাই যারা সরকারি চাকরির স্বপ্ন দেখে, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সোনায় সোহাগা।