আধারে বায়োমেট্রিক আপডেট না করলেই বিপদ, সবাইকে করতে হবে! দেখুন নয়া নির্দেশিকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের কোটি কোটি নাগরিকের পরিচয়পত্র বলতে প্রথমেই মাথায় এসে আধার কার্ডের (Aadhaar Card) কথা। অথচ অনেকেই জানে না যে, এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। হ্যাঁ, এই বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গড়িয়েছে। তবে সে সমস্ত বিতর্কের মধ্যে UIDAI একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যা সরাসরি আধার কার্ডধারীদের উপর প্রভাব ফেলছে।

বাচ্চার বয়স সাত পেরোলাই করতে হবে এই কাজ

UIDAI জানিয়েছে, যে সমস্ত শিশুদের ছোটবেলায় আধার কার্ড করা হয়েছিল, তাদের বয়স সাত বছর পৌঁছলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতে হবে। কারণ ছোট বয়সে বায়োমেট্রিক তথ্য নিলে পরবর্তী বয়সে তা মেলে না। অর্থাৎ আপনার সন্তানের আধার কার্ডকে যদি ভবিষ্যতে সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই সময়মতো বায়োমেট্রিক আপডেট করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

তবে অনেকেই ভাবতে পারেন যে, আধার আপডেট অনলাইনেই করা যায়। কিন্তু ওই বায়োমেট্রিক আপডেট একমাত্র জিনিস, যা আপনি বাড়িতে বসে করতে পারবেন না। এর জন্য আপনাকে নিকটবর্তী কোনও আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আর আপডেটের জন্য নিয়ে যেতে হবে বাচ্চাকে। কারণ তার বায়োমেট্রিক সংগ্রহ করা হবে।

আরও পড়ুন: আধার কার্ড দিয়ে কাজ হবে না! তাহলে নাগরিকত্ব প্রমাণ করবেন কোন নথি দিয়ে?

কোথায় রয়েছে আধার সেন্টার?

আপনার আশে পাশে আধার সেন্টার কোথায় আছে, তা জানার জন্য UIDAI নিজেই দিয়েছে সহজ অপশন। এর জন্য প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সাইটে গিয়ে “Locate an Enrolment Centre” অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপর রাজ্য এবং শহরের নাম দিয়ে দেখে নিতে পারবেন, আপনার কাছাকাছি কোনও আধার সেন্টার রয়েছে কিনা।

আর যদি আপনার সন্তানের বয়স সাত বছর হয়ে গিয়ে থাকে, কিন্তু আধারে বায়োমেট্রিক আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে স্কুল ভর্তি থেকে শুরু করে স্কলার্শিপ আবেদন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কিংবা অন্যান্য পরিষেবায় সমস্যায় পড়তে পারেন। এমনকি সরকারি বিভিন্ন সুবিধাও আটকে যেতে পারে। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বায়োমেট্রিক আপডেট করে নেবেন।

Leave a Comment