WhatsApp-এ আসা ছবিতে ক্লিক করলেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সতর্ক করলো SBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে যেমন প্রযুক্তির উন্নতি হচ্ছে, তেমনই প্রতারণার দাপট হু হ করে বাড়ছে। দিনের পর দিন সাইবার অপরাধীরা অপরাধমূলক কাজ করে যাচ্ছে। আর এবার তাদের নতুন টার্গেট WhatsApp ব্যবহারকারীরা (WhatsApp Scam)। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার প্রতারকরা মোবাইলে আসা সামান্য একটি ছবি দিয়েই ফাঁদ পেতে রাখছে। আর সেই ফাঁদে পা দিলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে।

সম্প্রতি এক সতর্কবার্তা জারি করেছে দেশের অন্যতম বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই। তারা জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা কোন ছবি বা লিঙ্কে ক্লিক করলেই মোবাইলে ভাইরাস ঢুকে যেতে পারে। আর এর মাধ্যমে হ্যাকার আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাচ্ছে। তারপর ব্যাংক থেকে টাকা তোলা, ওটিপি, সবকিছুই নিমেষের মধ্যে নিয়ে নিচ্ছে। 

কেমন করে ঘটছে এই প্রতারণা?

প্রতারকরা এই ঘটনাটি ঘটনার জন্য বেশ ভালোভাবে ছক কষেছে। তাদের পদ্ধতিগুলি মূলত এরকম- 

  • প্রথমে ভুয়ো নম্বর থেকে WhatsApp-এ একটি মেসেজ আসছে, সঙ্গে একটি ছবি। 
  • এবার আপনি যদি সেই ছবিটিকে ডাউনলোড করেন বা অজান্তে কোনও লিংকে ক্লিক করেন, তাহলে আপনার ফোনে একটি ম্যালিশাস অ্যাপ ইন্সটল হয়ে যাচ্ছে। 
  • এরপর সেই অ্যাপ হ্যাকারকে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দিচ্ছে।
  • এর ফলে হ্যাকার আপনার ফোনে থাকা সমস্ত ব্যাংকিং অ্যাপ, এসএমএস, ওটিপি সবকিছুই ব্যবহার করে নিমেষের মধ্যে টাকা তুলে নিচ্ছে। 

তারা এত নিখুঁতভাবে এই পরিকল্পনাটি সাজাচ্ছে, যে সাধারণ মানুষ বোঝার আগেই প্রতারণা শিকার হয়ে যাচ্ছে। 

কীভাবে বাঁচবেন এই ফাঁদ থেকে?

এই ধরনের প্রতারণায় এড়ানোর জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক কয়েকটি পদ্ধতি বাতলে দিয়েছে। সেগুলি হল-

  • সেটিংসে গিয়ে “Install from Unknown Sources” অপশনটিকে বন্ধ করে দিন। 
  • Whatsapp এর Auto-download ফিচারটিকে বন্ধ করে দিন। 
  • অপরিচিত নম্বর থেকে আসা কোনও ছবি বা লিংকে কখনোই ক্লিক করবেন না। 
  • প্রতি সপ্তাহে অন্তত একবার ফোনের অ্যাপ পারমিশন এবং ইনস্টল অ্যাপসগুলিকে রিভিউ করুন।
  • কোনও অ্যাপ অপ্রয়োজনীয় মনে হলে সেগুলিকে সঙ্গে সঙ্গে Uninstall করে দিন। 
  • ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য বা ওটিপি অপরিচিত কারো সঙ্গে শেয়ার করবেন না।

আরও পড়ুন: UPI-তে এবার যুক্ত হচ্ছে উন্নত নিরাপত্তা ফিচার! উপকৃত হবে লক্ষ লক্ষ গ্রাহক

সমস্যায় পড়লে কী করবেন?

যদি কোন সাইবার অপরাধের শিকার হন বা ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-তে ফোন করতে পারেন। অথবা https://cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে সমস্ত বিস্তারিত বিবরণ জানিয়ে অভিযোগ দায়ের করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে ডিজিটাল নিরাপত্তার জগতে নিজে সচেতন থাকাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ প্রযুক্তি যেমন একদিক থেকে সাহায্য করছে, তেমনই অপব্যবহার আমাদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। তাই এখন থেকেই সচেতন হন এবং উপরের নির্দেশিকাগুলি মেনে চলুন।

Leave a Comment