আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল লেনদেন (UPI) সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে Paytm, PhonePe, Google Pay কিংবা BHIM-এর মতো ইউপিআই অ্যাপগুলি এখন প্রত্যেকে ব্যবহার করে। তবে এর সঙ্গে বাড়ছে প্রতারণা। কারণ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছে। আর এবার সেই সমস্যা রুখতে বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।
কী এই নতুন পদক্ষেপ?
আসলে ভারত সরকারের টেলিকম দপ্তর DoT সম্প্রতি চালু করেছে FRI নামের একটি নতুন ব্যবস্থা। আর এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো – যে সমস্ত ফোন নাম্বার বা ইউপিআই অ্যাকাউন্ট সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে সুরক্ষিত করা।
আর এই প্রযুক্তি ডিজিটাল ইন্টেলিজেন্স প্লাটফর্মের একটি প্রধান অংশ। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দেশের প্রতিটি মানুষ নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে ডিজিটাল লেনদেন করতে পারে।
কীভাবে কাজ করবে এই সিস্টেম?
আসলে এই সিস্টেমটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে সন্দেহজনক ফোন নম্বরগুলিকে শনাক্ত করবে। আর যদি কোনও নম্বর বা ইউপিআই অ্যাকাউন্টের বিরুদ্ধে স্প্যাম বা প্রতারণা বা সাইবার ক্রাইমের অভিযোগ থেকে থাকে, তাহলে তা চিহ্নিত করে আলাদা লিস্ট করে রাখবে।
এবার আপনি যখন কোনও নম্বরে টাকা পাঠাতে যাবেন, তখন সেই নম্বর যদি FRI সিস্টেমের লিস্টে থাকে, তাহলে ইউপিআই অ্যাপ সরাসরি সেই লেনদেন ব্লক করে দেবে। আর যদি নম্বরটি মিডিয়াম রিস্ক থাকে, তাহলে অ্যাপ একটি সতর্কবার্তা দেখিয়ে আপনাকে সাবধান করতে পারে।
আরও পড়ুন: মাত্র ২৮ দিন গরমের ছুটি, নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের! কবে খুলবে স্কুল?
উপকৃত হবেন কারা?
জানা যাচ্ছে, Paytm, PhonePe, Google Pay কিংবা BHIM ইউপিআই অ্যাপ ব্যবহারকারীরা লক্ষ লক্ষ মানুষ এই ব্যবস্থার সুবিধা পাবে। আর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন আগেভাগে সন্দেহজনক লেনদেন চিহ্নিত করতে পারব বলে মনে করা হচ্ছে। এমনকি সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়া থেকে মুক্তি পেতে পারবে।
যেহেতু দিনের পর দিন সাইবার অপরাধ বাড়ছে, তাই প্রতারকদের শনাক্ত করতে এবং গ্রাহকদের সুরক্ষিত করতে কেন্দ্র সরকারের এই বিরাট পদক্ষেপ। অনেক সময় শুধুমাত্র একটি ফোন নম্বরের মাধ্যমেই প্রতারকরা টাকা হাতিয়ে নিচ্ছে। আর সেই সমস্যার সমাধান করবে এই FRI সিস্টেম।