ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে। এবার Know Your Customer বা কেওয়াইসি (KYC) আপডেটের জন্য আসছে বিরাট পরিবর্তন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রস্তাব অনুযায়ী চালু হচ্ছে সেলফ ডিক্লিয়ারেশন।
আর এই নিয়ম যদি একবার কার্যকর হয়, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বারবার কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে না। হ্যাঁ, ডিজিটাল মাধ্যমে অর্থাৎ মোবাইল অ্যাপ বা ইমেল অথবা এটিএম পরিষেবা ব্যবহার করেই এবার সরাসরি কেওয়াইসি আপডেট করা যাবে।
নতুন নিয়মে কী কী সুবিধা আসছে?
জানা যাচ্ছে, যদি কারো তথ্য অপরিবর্তিত থাকে, অথবা শুধুমাত্র ঠিকানা বদল হয়, তাহলে সেলফ ডিক্লিয়ারেশনের মাধ্যমে কেওয়াইসি আপডেট করা যাবে। এমনকি বাড়তি আর কোনরকম ডকুমেন্ট জমা দিতে হবে না ব্যাংকে গিয়ে।
সবথেকে বড় ব্যাপার, আধারভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি, ভিডিও কেওয়াইসি এবং ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি চালু করা হচ্ছে। আর এই প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে নয়, বরং ব্যাংকের শাখায় গিয়েও করা যাবে।
RBI-র স্পষ্ট বার্তা
প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে একটি অনুষ্ঠানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছিলেন, ব্যাংকিং পরিষেবা শুরু করার সময় ব্যাংক প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নেয়। তাই বারবার একইরকম কাগজপত্র চাওয়া উচিত নয়। আর এই বক্তব্যের পরেই আরবিআই সেলফ ডিক্লিয়ারেশন প্রক্রিয়া চালু করে।
সরকারের রিপোর্ট বলছে, বর্তমানে বহু গ্রাহকের কেওয়াইসি আপডেট হয়নি। এর ফলে ব্যাংক অ্যাকাউন্টে নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনকি লেনদেনের সমস্যাও তৈরি হচ্ছে। এমনকি অনেক সময় অ্যাকাউন্ট স্থগিত হয়ে যাচ্ছে। তাই RBI মনে করছে, সেলফ ডিক্লিয়ারেশন পদ্ধতি চালু করা হলে কেওয়াইসি না করা গ্রাহকদের সংখ্যা অনেকটাই কমে যাবে। ফলে ব্যাংকের পরিষেবা আরো উন্নত হবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! জুলাইতেই বাড়ছে ডিএ, কতটা বাড়বে দেখে নিন
কিছু শর্তও থাকছে
তবে যারা আধারভিত্তিক ফেস টু ফেস ই-কেওয়াইসি করবে, তাদের ক্ষেত্রে একাধিক যাচাইয়ের ব্যবস্থা রাখা হচ্ছে বলে খবর। যদি আধারে দেওয়া ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রেও সেলফ ডিক্লিয়ারেশন জমা দেওয়া যাবে। আর এই প্রক্রিয়ায় হয়তো কিছুটা বাড়তি নজরদারির মুখেও পড়তে পারে গ্রাহকরা। তবে এটি সামগ্রিকভাবে নিরাপদ।