কেন্দ্র সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা দিচ্ছে RBI, কী হবে এই বিপুল অর্থ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের অর্থনৈতিক খাতে এক নয়া ইতিহাস লেখলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সূত্রের খবর, কেন্দ্রীয় ব্যাংক এবার ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে। আর এই বিপুল টাকা ভারত সরকারের ইতিহাসে সর্বোচ্চ সারপ্লাস ট্রান্সফার হতে চলেছে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

হঠাৎ করে সরকারের ঘরে এত টাকা আসলো কীভাবে?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এই বিশাল ডিভিডেন্ডের পেছনে লুকিয়ে রয়েছে কিছু অর্থনৈতিক কৌশল এবং গত কয়েক বছরের ধারাবাহিক পরিকল্পনা। আরবিআই মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে লভ্যাংশের মাধ্যমেই আয় করে থাকে।

এর পাশাপাশি ভেরিয়েবল রেট রিভার্স রেপো (VRRR) সিস্টেমের মাধ্যমে এবং ডলার বিক্রির মাধ্যমেও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে রিজার্ভ ব্যাংক। আর এ কারণেই এবার সরকারের কাছে এই বিপুল পরিমাণে অর্থ জমা হয়েছে।

কেন্দ্র সরকার কী সুবিধা পাবে?

কেন্দ্র সরকার চলতি অর্থবছরে আরবিআই সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ২.৫৬ লক্ষ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করে ফেলেছে। তবে শুধুমাত্র আরবিআই থেকেই ২.৬৯ লক্ষ কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর এটি একপ্রকার আর্থিক বোনাস বললেও কম কিছু হয় না।

বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত অর্থ সরকারকে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা বাড়তি ব্যয় করতে সাহায্য করবে। তবে হ্যাঁ, এতে রাজস্ব সংক্রান্ত আর্থিক পরিসংখ্যান খুব পরিবর্তন না হলেও সামান্য হলেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। অনুমান করা হচ্ছে, এবার রাজস্বের ঘাটতি ৪.৪% থেকে নেমে ৪.৩%-এ দাঁড়াতে পারে।

আরও পড়ুন: মাত্র ৮৯৭ টাকায় ৬ মাস ভ্যালিডিটি, সাথে ভরপুর সুবিধা! সেরা অফার এই কোম্পানির

বাড়ছে CRB

প্রসঙ্গত জানিয়ে দেখি, CRB, যাকে সাধারণ ভাষায় বলা হয় আরবিআই এর সঞ্চয়ী তহবিল। এটি ভবিষ্যতের অনিশ্চয়তা এবং আর্থিক সমস্যার সময় কাজে লাগে। আর আগে এই CRB-র হার ছিল ৬.৫%। তবে এবার সেটাকে বাড়িয়ে ৭.৫% করা হচ্ছে। আর এই পদক্ষেপের মাধ্যমে আরবিআই তার ব্যালেন্স সিটকে আরো মজবুত করতে চাইছে, তা বলার অপেক্ষা রাখে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই বিশাল ডিভিডেন্ড ট্রান্সফার ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। যদি আরবিআই এর ব্যালেন্স সিট CRB সীমার উপরে উঠে যায়, তাহলে ভবিষ্যতে এই বিপুল পরিমাণে অর্থ সরকারের প্রচুর বরাদ্দ মেটাতে সাহায্য করবে।

Leave a Comment