ভারতের ডিজিটাল লেনদেনের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম ইউপিআই (UPI Payment)। এখন সবাই অনলাইনে টাকা পাঠাচ্ছে কিউআর কোড স্ক্যান করে। তবে এবার এই সিস্টেমে আসতে চলেছে বিরাট পরিবর্তন। এবার চালু হতে পারে MDR নামের এক বিশেষ চার্জ। আর এটি বিশেষ করে বড় অংকের লেনদেনেই কার্যকর হবে।
কেন MDR চালুর প্রশ্ন উঠছে?
বর্তমান সময়ে আমরা যখন ফোনপে, গুগল পে, পেটিএম এর মত ইউপিআই অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাই, তখন কোনরকম অতিরিক্ত চার্জ লাগে না। আর এটি সম্ভব হয়েছে, কারণ সরকার ইউপিআইতে জিরো MDR নীতি চালু করে রেখেছে, যাতে ডিজিটাল লেনদেন আরো সহজ হয়।
তবে এবার খবর আসছে যে, উচ্চমূল্যের লেনদেনে এই MDR চার্জ চালু করা হতে পারে। অর্থাৎ, বড় অংকের ইউপিআই ট্রানজাকশনে হয়তো একটি নির্দিষ্ট শতাংশ হারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হবে।
MDR আসলে কী?
MDR বা Merchant Discount Rate এক ধরনের চার্জ, যা ডিজিটাল পেমেন্ট হলে দোকানদারের থেকে কেটে নেওয়া হয়। যেমন আপনি যদি কোনও দোকানে ইউপিআইতে ৫০০০ টাকা পেমেন্ট করেন, তাহলে সেই দোকানদারকে তার ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে কিছু শতাংশ ফি দিতে হয়।
যদিও এখনো পর্যন্ত UPI এবং RuPay-র ক্ষেত্রে MDR চার্জ ছিল না। তবে দীর্ঘদিন ধরে Fintech কোম্পানি এবং ব্যাংকগুলি দাবি করে আসছে, জিরো MDR-এর ফলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর সেজন্যই এই সামান্য MDR চার্জ কার্যকর করা হতে পারে।
সম্প্রতি এ নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালের এপ্রিল মাসে ভারতে ১৪ বিলিয়নের বেশি ইউপিআই লেনদেন সম্পন্ন হয়েছে। আর যার আর্থিক পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২০ লক্ষ কোটি টাকা। আর এই বিরাট লেনদেনের চাপ সামলাতে ব্যাংক এবং পেমেন্ট প্ল্যাফর্মগুলোর উপর বাড়তি খরচের বোঝা পড়ছে, যা তোলা সম্ভব হচ্ছে না। আর সেজন্যই দীর্ঘমেয়াদে এই এমডিআর চালু করা হতে পারে।
আরও পড়ুন: চাকরির চাহিদা হু হু করে বাড়ছে, EPFO-তে যুক্ত হল নতুন ১৪.৫৮ লক্ষ সদস্য
সরকার কী বলছে?
সরকারের এক সিনিয়র আধিকারিক এই MDR চার্জ নিয়ে বলেছেন, এখনো পর্যন্ত এ বিষয়ে সেরকম কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা চলছে। আমাদের একটাই লক্ষ্য, এমন একটি নীতি তৈরি করা, যা গ্রাহক, ব্যবসায়ী এবং ব্যাংক ও Fintech সংস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে।