চাকরির চাহিদা হু হু করে বাড়ছে, EPFO-তে যুক্ত হল নতুন ১৪.৫৮ লক্ষ সদস্য

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরির বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। হ্যাঁ, সামাজিক সুরক্ষা নিয়েও সচেতনতা দিনের পর দিন বাড়ছে। তারই জোরালো ইঙ্গিত দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সর্বশেষ পে-রোল ডেটা (EPFO Payroll Data)। আসলে শ্রম মন্ত্রকের তথ্য বলছে যে, শুধুমাত্র ২০২৫ সালের মার্চ মাসে ১৪.৫৮ লক্ষ নতুন সদস্য EPFO-তে যুক্ত হয়েছেন।

তরুণ কর্মীরাই বেশি যুক্ত হচ্ছেন কর্মসংস্থানে

এই বিশাল সংখ্যক সদস্যের মধ্যে সিংহভাগ এসেছে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে থেকে। কারণ মার্চ মাসে এই শ্রেণি থেকে ৪.৪৫ লক্ষ নতুন সদস্য EPFO-তে যুক্ত হয়েছেন, যা মোট সংযোজনের এই প্রায় ৫৯ শতাংশ। আর এই ছবি তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। 

পুরনো সদস্যদের প্রত্যাবর্তন

তবে এর পাশাপাশি EPFO আরো জানিয়েছে, মার্চ মাসে প্রায় ১৩.২৩ লক্ষ সদস্য, যারা আগে EPFO-তে যুক্ত ছিলেন, কিন্তু কোনও কারণে বেরিয়ে গিয়েছিলেন, তারা আবারো ফিরে এসেছেন। আর অনেকে নতুন চাকরিতে যোগ দিয়ে আগের PF-এর টাকা তুলতে না চেয়ে সেটিকে ট্রান্সফার করতে চেয়েছেন।

বাড়ছে নারীদের অংশগ্রহণ

এর পাশাপাশি এ মাসে নতুন মহিলা সদস্যদের সংখ্যাও অনেকটাই বেশি। প্রায় ২.০৮ লক্ষ নতুন মহিলা কর্মী EPFO-এর সদস্যপদ গ্রহণ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। পাশাপাশি নেট সংযোজনে মহিলাদের সংখ্যা ছিল মোট ২.৯২ লক্ষ। আর এই পরিসংখ্যান স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ যথেষ্ট ইতিবাচক।

আরও পড়ুন: OBC নিয়ে জল্পনার শেষ! স্কুল-কলেজে ভর্তির নয়া নিয়ম, নির্দেশ হাইকোর্টের

রাজ্যভিত্তিক পরিসংখ্যান

মার্চ মাসে দেশের শীর্ষ পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা এবং গুজরাট মিলিয়ে মোট ৮.৭০ লক্ষ সদস্য EPFO-তে যুক্ত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আর এটি মোট সংযোজনের প্রায় ৬০ শতাংশ। আর মহারাষ্ট্র থেকেই যুক্ত হয়েছে ২০ শতাংশের বেশি সদস্য। ফলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, রাজ্যগুলিতে চাকরির হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 

এদিকে ২০১৮ সালের এপ্রিল মাস থেকে EPFO নিয়মিত ভাবে মাসিক পে-রোল তথ্য প্রকাশ করছে। আর এই তথ্যের বিশ্লেষণে কর্মসংস্থান, বাজারের গতি, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। আর এটিই তার প্রতিচ্ছবি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment