৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার! আপনিও কীভাবে পাবেন দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একদিকে বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, আর তার মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের পকেটে আরো বেশি চাপ পড়ছে। তবে এই অতিরিক্ত চাপের মধ্যেও কিছু মানুষ এলপিজি গ্যাস সিলিন্ডার ৩০০ টাকা ছাড়ে পাচ্ছে। হ্যাঁ ঠিকই পড়েছেন। আর এই সুবিধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়।

কারা পাচ্ছেন এই ছাড়?

জানিয়ে রাখি, এপ্রিল মাসে সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তবে অতিরিক্ত দাম সত্ত্বেও কিছু গ্রাহক ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। কিন্তু এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের জন্যই।

বর্তমানে যেখানে সাধারণ গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে ৮৫৩ টাকা দিয়ে, সেখানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন মাত্র ৫৫৩ টাকায়। অর্থাৎ, ৩০০ টাকা ছাড়ে মিলছে একটি গ্যাস সিলিন্ডার।

উজ্জ্বলা যোজনা প্রকল্প

প্রসঙ্গত জানিয়ে রাখি, উজ্জ্বলা যোজনা প্রকল্পের সূচনা হয়েছিল ২০১৬ সালের ১ মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই এই প্রকল্পের উদ্বোধন হয়। এর প্রধান লক্ষ্য ছিল ৫ কোটির মত গরীব পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ করে দেওয়া। তবে পরে সেই সংখ্যা বাড়িয়ে ৮ কোটি করা হয় এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সেই লক্ষ্যমাত্রা পূরণ করা হয়।

২০২১ সালের আগস্ট মাসে চালু হয় উজ্জ্বলা ২.০ প্রকল্প। আর এই পর্যায়ে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ১.৬ কোটি নতুন গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আরো ৭৫ লক্ষ নতুন সংযোগের অনুমোদন দেওয়া হয়, যা ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে সম্পন্ন হয়েছে।

কীভাবে মিলবে এই সুবিধা?

উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। আর সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। 
  • পরিবারকে বিপিএল ক্যাটাগরির তালিকাভুক্ত হতে হবে। 
  • পরিবারের কারো নাম আগে থেকে কোনো এলপিজি সংযোগে থাকা যাবে না। 
  • আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বৈধ থাকতে হবে।

আরও পড়ুন: আবারও দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের! দিল্লি, কলকাতা, মুম্বাই- কোথায় কত দেখে নিন

কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য www.pmuy.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই আপনি খুব তাড়াতাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ পেয়ে যাবেন।

Leave a Comment