এবার UPI দিয়ে পেমেন্ট করলেই মিলবে ছাড়! কীভাবে পাবেন দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এবার আসছে আমূল পরিবর্তন। এবার যদি আপনি বাজারে গিয়ে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে যান, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের তুলনায় খুব কম দামে জিনিস কিনতে পারবেন। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এমনই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, যা বাস্তবায়ন হলে কেনাকাটা হবে আরও সহজ।

ক্রেডিট কার্ডে অতিরিক্ত চার্জ সত্বেও ইউপিআইতে নয়

আমরা অনেক সময় দোকানে গিয়ে শুনি যে, ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হলে অতিরিক্ত চার্জ লাগবে। কারণ ক্রেডিট কার্ডে লেনদেন করলে দোকানদারকে MDR বা Merchant Discount Rate নামের একটি ফি দিতে হয়। আর যার জন্য ২% থেকে ৩% টাকা কেটে নেওয়া হয়।

অনেক দোকানদার অতিরিক্ত খরচ নিজের পকেট থেকেই মিটিয়ে থাকেন। আবার কেউ কেউ তা কাস্টমারের উপরেই চাপিয়ে দেয়। তবে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে গেলে এই চার্জ লাগবে না। এমনকি অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে দোকানদার এবং গ্রাহক দুজনেই উপকৃত হবে।

নতুন নিয়মে কী সুবিধা পাবে গ্রাহকরা? 

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গ্রাহক বিষয়ক মন্ত্রক একটি নতুন সিস্টেম আনার কথা ভাবছে। এতে ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করলে সরাসরি ছাড় দেওয়া হবে। যেমন কোনও পণ্যের দাম যদি ক্রেডিট কার্ডে ১০০ টাকা হয়, তাহলে ইউপিআই পেমেন্ট করলে সেটি ৯৮ টাকা হয়ে যাবে। অর্থাৎ, ২ টাকা ছাড় মিলবে।

কীভাবে কাজ করবে এই ছাড়?

কেন্দ্রীয় সরকার চাইছে, ক্রেতারা যেন আরো বেশি করে ইউপিআই পেমেন্ট ব্যবহার করে এবং ক্রেডিট কার্ডের ব্যবহার আরো কমে আসে। এর ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের উপর অতিরিক্ত MDR বা Merchant Discount Rate-এর চাপ কমবে, অন্যদিকে ডিজিটাল পেমেন্ট হয়ে উঠবে আরো সহজ এবং সাশ্রয়ী।

আর এই উদ্যোগ বাস্তবায়নের আগে গ্রাহক বিষয়ক মন্ত্রক e-commerce কোম্পানি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং NPCI-র সঙ্গে যৌথভাবে একটি বৈঠক সেরে নেবেন আগামী জুন মাসে। এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: আরও ৭ দিন বাড়ছে গরমের ছুটি, নির্দেশিকা রাজ্যের! কবে স্কুল খুলবে দেখুন

ইউপিআই লেনদেনে সময়ও লাগবে কম

শুধু ছাড় নয়, বরং ১৬ জুন থেকে বদলে যাচ্ছে ইউপিআই লেনদেনের সময়সীমা। আগে যেখানে ইউপিআই ট্রানজাকশন সম্পূর্ণ হতে প্রায় ৩০ সেকেন্ড সময় লেগে যেত, এখন তা কমে দাঁড়াবে মাত্র ১৫ সেকেন্ডে। অর্থাৎ, আপনি মোবাইলে পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে টাকা পৌঁছে যাবে।

আর সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে ডিজিটাল জগতকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। এর ফলে যারা এখনো ক্যাশ বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতেন, তারা এবার আরো বেশি পরিমাণে ইউপিআই এর প্রতি আগ্রহী হবেন, তা বলা যায়। 

Leave a Comment