দেশের কোটি কোটি মানুষ নিরাপদ সঞ্চয়ের বিকল্প হিসাবে পোস্ট অফিসকে বেছে নেন। বিশেষ করে মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকদের মধ্যে পোস্ট অফিসের জনপ্রিয়তা সবথেকে বেশি। কারণ নিরাপত্তা এবং স্থিতিশীল সুদের হার একমাত্র পোস্ট অফিসেই পাওয়া যায়।
তবে সঞ্চয়ের পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন পড়ে। আর তা হল- সুদের হারের সার্টিফিকেট, যা সাধারণভাবে কর প্রদানের সময় ফর্ম ১৫জি / ১৫এইচ জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়ে।
সুদের হারের সার্টিফিকেট এবার অনলাইনেই
আগে যারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতেন বা অন্য কোন সেভিংস অ্যাকাউন্ট খুলতেন, তাদের সুদের হারের সার্টিফিকেট পেতে পোস্ট অফিসের শাখায় যেতে হতো। তবে এখন আর তা দরকার নেই। কারণ অনলাইনেই মিলছে এবার পোস্ট অফিসের সুদের হারের সার্টিফিকেট ।
৭ মে, ২০২৫ পোস্ট অফিস জানিয়েছে, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীরা এবার ঘরে বসেই সুদের হারের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। আর নতুন এই পরিষেবায় গ্রাহকরা প্রচুর উপকৃত হবে। বিশেষ করে সিনিয়র সিটিজেনরা লাভবান হবে, যাদেরকে দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে লাইন দিতে হতো।
কেন গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট?
আইটিআর ফাইল করার সময় বা কর ছাড় পেতে হলে সুদের হারের সার্টিফিকেট প্রয়োজন পড়ে। অনেকে হয়তো জানেন না যে, তাদের সুদ আয়কর যোগ্য কিনা। আর সুদের হারের সার্টিফিকেট থাকলে এখান থেকে সঠিক হিসাব রাখা যায় এবং টিডিএস এড়ানো সহজ হয়।
যাদের আয় করযোগ্য সীমার কম, তাদের ফর্ম ১৫জি / ১৫এইচ জমা দিতে হয়। আর সেক্ষেত্রেও সুদের হারের সার্টিফিকেট প্রমাণপত্র হিসেবে কাজ করে। আবার যদি কেউ সন্দেহ করে যে তিনি ঠিকমতো সুদ পাচ্ছে কিনা, তাও এই সার্টিফিকেট থেকে বোঝা যায়।
আরও পড়ুন: চালু হচ্ছে মাইক্রো এটিএম পরিষেবা! এবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে ব্যাঙ্কিং সুবিধা
কীভাবে ঘরে বসে ডাউনলোড করবেন?
ঘরে বসে সুদের হারের সার্টিফিকেট ডাউনলোড করার এখন প্রক্রিয়াটি আরো সহজ হয়ে গিয়েছে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে ব্রাউজারে গিয়ে ebanking.indiapost.gov.in ওয়েবসাইটটি খুলুন।
- যদি আগে থেকে রেজিস্টার করা থাকে, তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তবে নতুন আবেদনকারী হলে অবশ্যই সাইন আপ করতে হবে।
- লগইন করার পর হোমপেজে ‘Accounts’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর ‘Interest Certificate’ অপশনটি সিলেক্ট করুন।
- এবার যে অর্থ বছরের জন্য সার্টিফিকেট দরকার, সেটিকে নির্বাচন করুন।
- খুব সহজেই এবার আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।