সরকারি কর্মীদের মুখে ফের হাসি ফুটল। তবে না, এবার ডিএ বৃদ্ধি নয়, কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশে এক ধাক্কায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে এক বিশেষ ভাতা। আর এই ভাতা বাড়ার সুবিধা মিলবে জুন মাস থেকে। ফলে এই মাসে কর্মীদের হাতে আসবে মোটা অঙ্কের টাকা।
কেন্দ্র সরকার কী ঘোষণা করল?
সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, জানুয়ারি ২০২৪ থেকে কেন্দ্র সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। নিয়ম বলছে, মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশের গণ্ডি পার করবে, তখন একাধিক ভাতা স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কথা। আর তারই অংশ হিসেবে এবার সন্তানদের শিক্ষার জন্য দেওয়া ভাতার পরিমাণ ২৫ শতাংশ বাড়ানো হচ্ছে।
কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা?
এই নতুন নিয়মে কর্মচারীদের সন্তানরা পড়াশোনার জন্য আগের চেয়ে অনেক বেশি টাকা পাবে। প্রথমত সাধারণ শিক্ষার জন্য আগে প্রতি সন্তান যেখানে ২২৫০ টাকা পেত, সেখানে এবার ২৮১২.৫ টাকা পাবে।
পাশাপাশি হোস্টেল ভাতা যেখানে আগে ছিল ৬৭৫০ টাকা, সেখানে এবার বেড়ে দাঁড়িয়েছে ৮৪৩৭.৫ টাকা। এমনকি বিশেষভাবে সক্ষম সন্তানদের জন্য প্রতি মাসে ৫৬২৫ টাকা ভাতা দেওয়া হবে। শুধু তাই নয়, যদি কর্মচারী নিজে বিশেষভাবে সক্ষম মহিলা হন, তাহলে সন্তানের দেখাশোনার জন্য তাকে অতিরিক্ত ৩৭৫০ টাকা দেওয়া হবে।
কবে থেকে কার্যকর হচ্ছে?
এই নতুন ভাতা বৃদ্ধির নিয়মটি জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে বলেই জানা যাচ্ছে। তবে সরকারি কর্মচারীদের বেতনের হিসাব অনুযায়ী মে বা জুন মাস থেকে বর্ধিত ভাতা এবং বেতন দেওয়া হবে বলেই বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে।
আরও পড়ুন: রাজ্যে নয়া প্রকল্প চালু করলো মুখ্যমন্ত্রী! প্রতি মাসে মিলবে ২৫ হাজার টাকা
কোথায় চালু হয়েছে এই ভাতা?
বেশ কিছু সূত্র মারফত খবর, হরিয়ানা সরকার ইতিমধ্যেই এই নতুন হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জানা যাচ্ছে, এই রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে ভাতা পাবে। আর আশা করা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও কেন্দ্রের এই নির্দেশিকা অনুসরণ করে এই ভাতা বাড়ানো হবে।