পশ্চিমবঙ্গের রেশন কার্ড (Ration Card) ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আসছে। এবার অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY) একাধিক রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। জানা গিয়েছে, রাজ্যে এই প্রকল্পের অধীনে এমন বহু রেশন কার্ড রয়েছে, যেগুলির একমাত্র সদস্য ১৮ বছরের কম বয়সী। আর এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
কী নির্দেশ জারি করেছে খাদ্য দপ্তর?
সম্প্রতি খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত কার্ডে একমাত্র সদস্য ১৮ বছরের কম বয়সী, সেগুলি যাচাই করা হবে। আর বাস্তব পরিস্থিতিতে এরকম অপ্রাপ্তবয়স্কদের একা বসবাসের সম্ভাবনা খুবই কম। তাই এই ধরনের কার্ডগুলিকে খতিয়ে দেখে দুটি পথের দিকে এগোতে বলা হয়েছে।
প্রথমত, সেই সদস্য যদি আলাদাভাবে বসবাস না করে, তাহলে অবিলম্বে সেই কার্ড নিষ্ক্রিয় করতে হবে এবং দ্বিতীয়ত, যদি সেই সদস্য আলাদা বসবাস করে, তাহলে তাকে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যুক্ত করতে হবে।
পরিসংখ্যানে উঠে এসেছে চমক দেওয়া তথ্য
খাদ্য দপ্তরে সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY) আওতায় রয়েছে ৫৫ লক্ষ মানুষ। আর এর মধ্যে প্রায় ৩ লক্ষ কার্ডধারীরা এরকম, যাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র একজন। আর সবথেকে অবাক করার বিষয়, এই এক সদস্যের কার্ডধারীদের বড় অংশ ১৮ বছরের কম বয়সী।
বেশ কিছু বিশ্লেষক মনে করছে, এত বিপুল সংখ্যক অপপ্রাপ্তবয়স্কদের একা বসবাস করা এবং পৃথক কার্ড থাকা সত্যিই যুক্তিসঙ্গত নয়। আর এই মুহূর্তে নতুন করে প্রকৃত দরিদ্রদের অন্তর্ভুক্ত করাই খাদ্য দপ্তরের মূল উদ্দেশ্য।
অন্ত্যোদয় অন্ন যোজনায় (AAY) কী কী সুবিধা মেলে?
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার মাসে ৩৫ কেজি খাদ্য সামগ্রী বিনামূল্যে পান, যার মধ্যে চাল এবং গম থাকে। এছাড়া এই প্রকল্পের আওতায় প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণির মানুষ প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য পান। মূলত দরিদ্র পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা সরকারের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে বিরাট ধাক্কা! ২৮শে এপ্রিল ছাঁটাই হবে আর ৩২ হাজার শিক্ষক?
ভবিষ্যতে কী হতে পারে?
সরকারের এই উদ্যোগের ফলে এখন বহু ফাঁকি দেওয়া কার্ড বাতিল হয়ে যেতে পারে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র পরিবার, যারা এতদিন এই প্রকল্পের বাইরে ছিলেন, তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন। সূত্র বলছে, ইতিমধ্যেই রাজ্য জুড়ে ১৩,১৮৬ টি এক সদস্যের অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) পরিবার চিহ্নিত হয়েছে। আর এই তালিকায় শুরু হবে যাচাই প্রক্রিয়া।