মে মাসেই ঢুকছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি! বিরাট ঘোষণা নবান্নের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনিও কি বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) উপভোক্তা? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যাতে শুধুমাত্র লক্ষ লক্ষ উপভোক্তা আর্থিকভাবে স্বস্তি পাবে না, বরং রাজনৈতিক দিক দিয়েও আসবে সুরহা। তো চলুন বিষয়টি সম্পর্কে পুরো জেনে নিই।

পেছনের ঘটনাটি কী? 

আসলে গত বছর থেকে অভিযোগ উঠছে যে, কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের টাকাও রীতিমতো বন্ধ করে রেখেছে। আর এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে টানাপোড়েন কম হয়নি। আর সেই বিতর্ককে পিছনে ফেলে এবার রাজ্য সরকার নিজস্ব উদ্যোগেই উপভোক্তদের হাতে দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার পথে হাঁটছে। 

মে মাসের মধ্যেই ঢুকবে টাকা

বেশ কিছু সূত্রের খবর, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা জুন নয়, বরং মে মাসের মধ্যেই পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে ১২ লক্ষ উপভোক্তার পাশাপাশি আরও ১৬ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। ভোটের আগে এই পদক্ষেপ তৃণমূল সরকারের এক গেমপ্ল্যান, এমনই মনে করছে রাজনৈতিক মহলের লোকজন।

প্রশাসনের প্রস্তুতি চলছে জোরকদমে

নবান্ন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি, যতো তাড়াতাড়ি সম্ভব বাকি কাজগুলি সেরে নেওয়ার। উত্তরবঙ্গে এখনও কিছু এলাকায় চাষাবাদের কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে। পাশাপাশি ঈদের সময় কিছুটা কাজ বন্ধ ছিল।

তাই সরকার চাইছে, এই সামান্য ৩-৪% বাকি কাজও দ্রুত শেষ করে সবার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়ার। এ বিষয়ে দক্ষিণবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে জেলাভিত্তিক একটি পর্যালোচনার বৈঠক হয়েছে। আর প্রতিটি জেলার প্রশাসনিক স্থানে চলছে জোড়কদমে নজরদারি।

আরও পড়ুন: লক্ষ লক্ষ অন্ত্যোদয় রেশন কার্ড বাতিল হচ্ছে! খাদ্য দপ্তরের কড়া নির্দেশিকা

সাধারণ মানুষের জন্য বার্তা

যে সকল উপভোক্তারা ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করেছেন, অথবা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, তাদের জন্য এটি হতে চলেছে বিশাল স্বস্তির খবর। আর এখন শুধু প্রয়োজন সংশ্লিষ্ট তথ্য আপডেট রাখা, স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ঠিক রাখা এবং যদি কোন সমস্যা থাকে তাহলে তৎক্ষণাৎ রিপোর্ট করা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment