PhonePe UPI Circle: ডিজিটাল পেমেন্টের জগতে এবার নতুন যুগ শুরু করতে চলেছে জনপ্রিয় অ্যাপ PhonePe। এবার থেকে শুধু নিজে নয়, বরং আপনি চাইলে আপনার পরিবার বা বন্ধুদের হয়েও ইউপিআই পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। আর এই সুবিধাটি এসেছে নতুন ‘UPI Circle’ এর হাত ধরেই।
কী আসছে নতুন ‘UPI Circle’ ফিচারে?
কখনো কি ভেবে দেখেছেন, বাড়ির বয়স্ক সদস্য যারা এখনো ইউপিআই ব্যবহার করতে পারে না বা ছোট ভাই-বোন যারা এখনো নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেনি, তাদের জন্য আপনি এখন থেকে মোবাইলে পেমেন্ট করে দিতে পারবেন, আর তাও খুব সহজে বাড়িতে বসে।
PhonePe এর ‘UPI Circle’ ফিচারটি এমনই সুবিধা নিয়ে এসেছে, যেখানে আপনি একটি গ্রুপ তৈরি করে তার প্রাইমারি ইউজার হিসাবে অন্যদের পেমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বাকিরা থাকবেন সেকেন্ডারি ইউজার হিসেবে, যারা আপনার অনুমোদনে পেমেন্ট করে দিতে পারবে।
কীভাবে কাজ করবে UPI Circle?
প্রথমত, প্রাইমারি ইউজার নিয়ন্ত্রণে থাকবে, যার অনুমতি ছাড়া লেনদেন করা যাবে না। দ্বিতীয়ত, সেকেন্ডারি ইউজার চাইলে পেমেন্ট রিকুয়েস্ট করতে পারবে। কিন্তু প্রাইমারি ইউজার অনুমোদন দিলেই সেটি কার্যকর হবে। তৃতীয়ত, প্রাইমারি ইউজার খরচের সীমা, সময়সীমা এবং পারমিশন সবকিছু ঠিক করে দিতে পারবে। এমনকি গ্রুপে থাকা কেউ ইচ্ছেমত যোগ দিতে পারবে বা বেরিয়ে যেতে পারবে।
কীভাবে তৈরি করবেন UPI Circle?
আপনি চাইলে খুব সহজেই এখন এই অসাধারণ ফিচারটি চালু করতে পারেন। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে PhonePe অ্যাপটির সর্বশেষ ভার্সনকে আপডেট করুন।
- এরপর হোমস্ক্রিনে গিয়ে ‘UPI Circle’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর ‘Add Family or Friends’ অপশন থেকে বেছে নিন এবং যাকে যোগ করতে চান তার ইউপিআই আইডি বা কিউআর কোড স্ক্যান করে দিন।
- এরপর তাকে কতটা পারমিশন দিতে চান, সেটি ঠিক করুন।
- এরপর স্পেন্ডিং লিমিট ও সময়সীমা সেট করুন।
- এরপর ইউপিআই পিন দিয়ে সেটআপ সম্পন্ন করুন।
আরও পড়ুন: সরকার দিচ্ছে ফ্রি রেশন কার্ড! থাকলেই বিনামূল্যে মিলবে সব খাদ্য সামগ্রী
মাত্র ৩০ মিনিটের মধ্যেই এই ইউপিআই সেটাআপ অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি পেমেন্ট করতে পারবেন। তবে মনে রাখবেন, একবারে সর্বাধিক পাঁচজন ইউজার যোগ করা যাবে এবং সেকেন্ডারি ইউজারের নিজের পক্ষ থেকে বায়োমেট্রিক বা পাসকোড অথেন্টিকেশন করতে হবে।