কোটি কোটি গ্রাহককে চিন্তায় ফেলে দিল SBI, অনেকটাই কমালো সুদের হার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখলে সুদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে অনেকেই এফডির দিকে ঝোঁকেন। তবে এবার সেই বিশ্বাসে কিছুটা ভাঙ্গন দাঁড়ালো দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ, সম্প্রতি এই ব্যাংকের তরফ থেকে এফডিতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘোষনার পর দেশ জুড়ে লক্ষ্য লক্ষ্য গ্রাহকের কপালে যেন এক কথায় চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন সুদের হার?

ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ই এপ্রিল, ২০২৫ থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হবে। অর্থাৎ, এই তারিখের পর যারা নতুন এফডি করবে অথবা পুরনো এফডি রিনিউ করবে, তাদেরকে নতুন হারে সুদ দেওয়া হবে। 

কতটা কমছে সুদের হার?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ১ থেকে ৩ বছর মেয়াদী এফডির ক্ষেত্রে সুদ কমানো হয়েছে ১০ বেসিস পয়েন্ট বা ০.১০%। আর এটি সাধারণ গ্রাহক বা প্রবীণ নাগরিক, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

  • সাধারণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছর মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৬.৮০% থেকে ৬.৭০%।
  • সাধারণ নাগরিকদের জন্য ২ বছর থেকে ৩ বছর মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৭% থেকে ৬.৯০%।
  • প্রবীণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছরের মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৭.৩০% থেকে ৭.২০%।
  • প্রবীণ নাগরিকদের জন্য ২ বছর থেকে ৩ বছর মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৭.৫০% থেকে ৭.৪০%।

আরও পড়ুন: এক মাসে ২৪ লক্ষ কোটি টাকার লেনদেন! নয়া রেকর্ড ছুঁয়ে ফেললো UPI

নতুন স্কিম ‘অমৃত বৃষ্টি’ 

শুধু সুদের হার কমানো নয়, বরং স্টেট ব্যাঙ্ক নতুন একটি স্কিমও চালু করেছে। যার নাম অমৃত বৃষ্টি এফডি স্কিম। আর এটি একটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ থাকবে এবং বিশেষ হারে সুদ দেওয়া হবে। তবে এই স্কিমের সম্পর্কে বিস্তারিত তথ্য এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

বর্তমান দিনে দাঁড়িয়ে যেখানে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে মানুষের সঞ্চয়ের মূল আশা ফিক্সড ডিপোজিট। কিন্তু সুদ কমলে মানুষ তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন। বিশেষ করে যারা রিটায়ারমেন্টের পরে এফডি এর সুদের হারের উপর নির্ভর করে জীবনযাপন করতেন, তাদের জন্য এটি একটি বড়সড় ধাক্কা।

Leave a Comment