মাত্র ৪ বছর স্বল্প প্রিমিয়াম জমা দিলেই পাবেন ১ কোটি টাকা! LIC-র সেরা প্ল্যান এটিই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কখনো কি ভেবে দেখেছেন, মাত্র চার বছরে অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করলেন, আর তার বদলে পেয়ে গেলেন ১ কোটি টাকা? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। হ্যাঁ, এমনই একটি পরিকল্পনা নিয়েছে ভারতের সবথেকে নির্ভরযোগ্য বীমা সংস্থা এলআইসি (LIC)। আর এই প্রকল্পের নাম হল ‘জীবন শিরোমনি’।

আসলে এটি শুধুমাত্র একটি বীমা প্রকল্প নয়। বরং, ভবিষ্যতকে সুরক্ষিত করার একটি শক্তিশালী ভিত। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের জন্য তৈরি এই স্কিমে আপনি পাবেন নির্দিষ্ট কভারেজ, নিয়মিত টাকার রিটার্ন এবং প্রয়োজনে ঋণের সুবিধা। 

মাত্র চার বছরের প্রিমিয়ামে ভবিষ্যৎ এর নিশ্চয়তা

এলআইসি জীবন শিরোমনি প্রকল্প শুধুমাত্র আপনাকে চার বছর প্রিমিয়াম জমা দিতে হবে। তবে মনে রাখতে হবে, এটি একটি হাই-এন্ড পলিসি। তাই প্রিমিয়ামের অঙ্ক তুলনামূলক একটু বেশি। উদাহরণস্বরূপ, যদি আপনি ১ কোটি টাকা পেতে চান, তাহলে প্রতি মাসে প্রায় ৯৪ হাজার টাকা পর্যন্ত জমা করতে হবে। এবার আপনি চাইলে প্রিমিয়াম মাসে বা তিন মাসে বা ছয় মাসে বা এক বছরে জমা দিতে পারেন। 

কারা নিতে পারবেন এই পলিসি?

নিয়ম বলছে, এই পলিসি নিতে গেলে আপনার বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স নির্ভর করবে আপনি কত বছরের মেয়াদে পলিসি নিচ্ছেন, তার ওপর-

  • যদি আপনি ১৪ বছরের পলিসি নেন, তাহলে সেক্ষেত্রে ৫৫ বছর বয়সে শুরু করা যাবে। 
  • যদি ১৬ বছরের পলিসি নেন, তাহলে সর্বোচ্চ ৫১ বছর বয়সে শুরু করা যাবে। 
  • যদি ১৮ বছরের পলিসি নেন, তাহলে সর্বোচ্চ ৪৮ বছরে শুরু করা যাবে।
  • যদি ২০ বছরের পলিসি নেন, তাহলে সর্বোচ্চ ৪৫ বছরে শুরু করা যাবে। 

টাকা ছাড়ের সুবিধা

এই প্রকল্পের সব থেকে আকর্ষণীয় দিক হল, মানি ব্যাক পলিসি। অর্থাৎ, নির্দিষ্ট সময় অন্তর আপনি এখানে প্রিমিয়াম দেওয়ার পাশাপাশি বীমার টাকার একটি অংশ ফেরত পাবেন। উদাহরণ হিসেবে বলা যায়-

  • ১৪ বছরের পলিসিতে ১০ তম এবং ১২ তম বছরে বীমার ৩০% ফেরত পাওয়া যায়। 
  • ১৬ বছরের পলিসিতে ১২ তম এবং ১৪ তম বছরে বীমার ৩৫% ফেরত পাওয়া যায়। 
  • ১৮ বছরের পলিসিতে ১৪ তম এবং ১৬ তম বছরে বীমার ৪০% ফেরত পাওয়া যায়। 
  • ২০ বছরের পলিসিতে ১৬ তম এবং ১৮ তম বছরে বীমার ৪৫% ফেরত পাওয়া যায়।

তবে জানিয়ে রাখি, পলিসি পূর্ণ হওয়ার পর বাকি টাকা একসঙ্গে ফেরত নিতে পারবেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: এক মাসে ২৪ লক্ষ কোটি টাকার লেনদেন! নয়া রেকর্ড ছুঁয়ে ফেললো UPI

মিলবে ঋণের সুবিধা 

এই স্কিমের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পলিসি নেওয়ার এক বছর পর থেকে আপনি প্রয়োজনে ঋণ নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে নূন্যতম এক বছরের প্রিমিয়াম জমা দিতে হবে। আর এই ঋণের পরিমাণ নির্ধারিত হবে পলিসির মূল্যের ভিত্তিতে। 

তাই যারা এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং ক্যালকুলেশন জানতে চান, তারা এলআইসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে ও যদি একটি বড় বীমা কভারেজের সঙ্গে বিনিয়োগ করতে চান, তাহলে পলিসিটিকে বেছে নিতে পারেন।

Leave a Comment