বাজারে আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট! আগের নোট বাতিল হবে? দেখুন RBI-র নোটিশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় রিজার্ভ ব্যাংক আবারও দেশের মানুষের জন্য এক বড়সড় ঘোষণা সামনে নিয়ে আসলো। আর এই ঘোষণাটি মূলত ৫০০ টাকা এবং ১০ টাকার নোট (New Currency Note) ব্যবহারকারীদের জন্য। আরবিআই জানিয়েছে, শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন সিরিজের ১০ টাকা এবং ৫০০ টাকার নোট। তবে এই পরিবর্তনে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। পুরনো নোট যেমন চলছে, তেমনই বৈধ থাকবে। 

কী বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক?

রিজার্ভ ব্যাংক একটি বিবৃতিতে জানিয়েছে, তারা মহাত্মা গান্ধী সিরিজের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোট বাজারে নিয়ে আসছে। আর এই নোটগুলি মূলত বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরে মুদ্রিত থাকবে। তবে হ্যাঁ, সব থেকে আশ্চর্যের বিষয় এই যে, নোটের ডিজাইন, রং বা নিরাপত্তার বৈশিষ্ট্যে কোনো রকম পরিবর্তন করা হবে না। অর্থাৎ, শুধুমাত্র গভর্নরের সই ছাড়া আর কিছুই চেঞ্জ হবে না।

পুরনো নোটের কী হবে?

রিজার্ভ ব্যাংকের এই ঘোষনার পর এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, তাহলে কি পুরনো ১০ টাকা বা ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে? কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো সমস্ত ১০ টাকা বা ৫০০ টাকার নোট আগের মতই বৈধ থাকবে এবং এই নোটগুলি দিয়ে লেনদেন করা যাবে। বাতিলের কোনরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

নতুন নোটের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার উভয় নোটেই থাকবে গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর। ডিজাইন এবং নিরাপত্তার বৈশিষ্ট্য হবে ঠিক আগের মতই। মহাত্মা গান্ধী সিরিজের নতুন অংশ হিসেবে এই নোটগুলি বাজারে আসছে। এর পাশাপাশি জানিয়ে রাখি, গত মাসে আরবিআই ঘোষণা করেছিল যে, গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষরিত নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোটও খুব শীঘ্রই বাজারে আসবে।

সঞ্জয় মালহোত্রা কে?

সঞ্জয় মালহোত্রা হলেন বর্তমান ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২৬তম গভর্নর। ২০২৪ সালের ১১ ডিসেম্বর তিনি রিজার্ভ ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের জায়গায় পদমর্যাদা পান। আগামী তিন বছর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলেই খবর। 

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সের খবর! এপ্রিলেই অতিরিক্ত টাকা, সঙ্গে তিনমাসের এরিয়ার

নতুন ৫০০ টাকার নোটের ডিজাইন

এই নতুন ৫০০ টাকার নোটের কালার হবে পাথুরে ধূসর। থিম যেমন আগের নোটে লালকেল্লার ছবি ছিল, সেরকমই থাকবে। আকার হবে ৬৬ মিমি × ১৫০ মিমি। নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে থাকবে হলোগ্রাম, জলছবি, রং পরিবর্তনশীল সুতো এবং মাইক্রো টেক্সট। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবারো বলে রাখি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনার হাতে থাকা পুরনো ১০ টাকা এবং ৫০০ টাকার নোট আগের মতই বৈধ থাকবে এবং এই নোটগুলি দিয়ে লেনদেন করতে পারবেন।

Leave a Comment